Best Story

Apurbo Mohonto, Sajol Kumar


Tuesday, May 26, 2020

বাসর ঘরে - In the living room

বাসর ঘরে


নতুন বউ বাসর ঘরে বসে আছে।
আমি দরজা আটকে খাটে গিয়ে বসলাম।
কি করবো বুঝতে পারছি না।
অবশেষে খাট থেকে একটা চাদর নিয়ে মেঝেতে শুয়ে পড়লাম।
এমন হুট করে বিয়ে মেনে নিতে আমার কষ্ট হচ্ছে।

আমাকে না জানিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করেছে আমার পরিবার।
বিয়ের ৩ দিন আগে আমায় দেখতে পাঠাতে চেয়েছিল মেয়ের বাড়ি।
আমি কষ্টভরা কন্ঠে বলে দিয়েছিলাম বিয়ের দিনতারিখ ঠিক করার আগেই যখন "আমাকে মেয়ে দেখানোর প্রয়োজন মনে করোনি" এখন আর দেখে কি লাভ?
অবশেষে বাধ্যতামুলক বিয়েটা করে ফেললাম।

আমি অপরদিকে মাথা দিয়ে শুয়ে রয়েছি মেঝেতে।
প্রায় ঘন্টাখানেক অতিবাহিত হয়ে গেছে।
আমি তিনটা সিগারেট শেষ করে আরেকটা ধরিয়েছি।
সাধারনত আমি সিগারেট খাইনা।

বন্ধুদের পাল্লায় পড়ে মাঝে মধ্যে ২/১ টা খাই।
কিন্তু আজ বাসর ঘরে ঢোকার আগেই নানান চিন্তা ভাবনা মাথার উপর এসে ভর করে।
যার জন্য এক প্যাকেট কিনে নিয়ে ঢুকেছি।
এই সিগারেটে কয়েকটা টান দিতেই মনে হলো আমার বিয়ে করা বউটা খাট থেকে নামছে!😱
কারন পায়ের নুপুরের শব্দ পাচ্ছি।

আমি আগের মতোই চুপ করে শুয়ে আছি।
হঠাৎ সে এসে আমার পাশে বসলো মেঝেতে।
আমার কপালে একটা হাত বুলিয়ে বলল কি হয়েছে তোমার?
আমি কি বলবো বুঝতে পারছি না।
মাথাটা একটু ঘুরিয়ে তাকালাম আমার বউয়ের দিকে।
দেখে আমার চোখ দুটো কপালে উঠে গেল!
মানুষ এতোটা সুন্দর হতে পারে?!
আমি উঠে বসলাম।

মেয়েটা আমার চেয়ে থাকা দেখে লজ্জায় মাথা নিচু করে আছে।
-তুমি গিয়ে খাটে শুয়ে পড়ো। (আমি)
-তুমিও খাটে গিয়ে শুয়ে পড়ো। (বউ)
-না' আমি নিচেই শুয়ে থাকবো। তুমি খাটে গিয়ে শোও।
-তাহলে আমিও নিচে শোবো তোমার পাশে।
কি আর করবো? বাধ্য হয়েই খাটে গিয়ে শুয়ে পড়লাম।
চুপ করে শুয়ে আছি অপরদিকে মুখ করে।
মেয়েটি এসে শুয়ে পড়লো।

তার শরীরের অলংকার গুলো নড়ছে এবং শব্দ হচ্ছে।
একটুপর শব্দ কমে গেল।
-আমি কি শরীরের গয়নাগাটি খুলতে পারি? (বউ)
-তুমি যা ইচ্ছা তাই করো সমস্যা নাই। (আমি)
-সত্যি তো? রাগ করবে না তো?
-আরে নাহ।

এরপর আবার শব্দ শুরু হলো।
বুঝলাম শরীরে ওতো গয়না নিয়ে শুয়ে থাকা ওর ঝামেলা হচ্ছিলো।
একটুপর আবার শব্দ কমে গেল।
আসলে গভীর রাতে একটু শব্দ হলেই কানে বেশি লাগে।
হঠাৎ মনে হলো কিছু একটা আমার ওপাশে হাত বাড়িয়ে রাখলো মেয়েটা।
আমি যেহেতু ওপাশেই মুখ করে শুয়ে আছি তাই চোখ মেলে তাকালাম।
ঝাপসা আলোয় যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেল!
মেয়েটা শাড়ি খুলে রেখেছে ওখানে।

-শাড়ি গয়না এগুলা এতো বিরক্তিকর আগে জানতাম না।
এখন এসব খুলে কতো সুন্দর লাগছে।
এই বলে মেয়েটি আমায় পেছন থেকে জড়িয়ে ধরলো।
আমি পাথরের মূর্তির মতো চুপ করে আছি।
জীবনের প্রথম কোন মেয়ে মানুষের জড়িয়ে ধরায় আমার শরীরের লোম দাড়িয়ে গেছে।
ভয়েই কি লজ্জায় আমার শরীর শীতল হয়ে কাঁপছে।
-এই কি করছো এসব?

-আমার স্বামীকে আমি জড়িয়ে ধরেছি।
আর তুমিই তো বললে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি।
তাই জড়িয়ে ধরেছি।
এখন লক্ষি ছেলের মতো চুপটি করে ঘুমাও।
এই বলে মেয়েটি আমায় জড়িয়ে ধরে রইলো।
এরপর এটা ওটা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানিনা।
ভোরে ঘুম ভাঙ্গলো কারো পানির ছিটায়। চেয়ে দেখি সেই মিষ্ট মেয়েটা (বউ) আমার মুখে পানি ছিটিয়ে দিয়ে খিলখিল করে হাসছে।

কি অদ্ভুত ধরনের হাসি!
এই মেয়ের সামনে যদি কোন কবি থাকতো তবে সাথে সাথে একটা কবিতা লিখে ফেলতো।
-কি মশাই উঠবেন নাকি টেনে তুলতে হবে?
-হা উঠতেছি।
বিছানা থেকে উঠে হাত, মুখ ধুয়ে বের হলাম রাস্তায়।
রাস্তায় এসে মোবাইলটা বের করে জুঁই এর নাম্বারে ডায়াল করলাম।
কিন্তু জুঁই এর নাম্বার বন্ধ।

না জানি জুঁই কতোটা কষ্ট পেয়েছে আমার বিয়ের কথা শুনে।
পাগলের মতো জুঁই আর আমি দুজন, দুজনকে ভালোবেসেছি।
কিন্তু আমাদের এই ভালোবাসার কথা মা, বাবাকে জানানোর পরেও তারা এই বিয়েটাই করালো আমায়।

আরো কয়েকবার ট্রাই করার পরও জুঁই নাম্বারে সংযোগ পেলাম না।
মনটা ভার করে পুকুর পাড়ের আম গাছটার নিচে বসে আছি।
হঠাৎ অপরিচিত নাম্বার থেকে কল আসলো মোবাইলে।
রিসিভ করতেই ওপাশ থেকে বলল...
-কোথায় এখন তুমি?

-পুকুর পাড়ে। আপনি কে?
-আমার নাম মৌ। তাড়াতাড়ি তোমাদের বাড়িতে আসো।

In the living room


In the living room


The new wife is sitting in the living room.
I locked the door and sat on the bed.
I don't know what to do.

Finally I took a sheet from the bed and lay down on the floor.
I am having trouble accepting the marriage in such a hurry.
My family has fixed the date of the wedding without informing me.
He wanted to send me to his daughter's house 3 days before the wedding.
I said in a troubled voice before fixing the date of the wedding when "I didn't feel the need to show the girl" What's the point of looking at it now?
Eventually I got married.

I am lying on the floor with my head on the other side.
About an hour has passed.
I finished three cigarettes and grabbed another.
Usually I don't smoke.

Sometimes I fall in the company of friends and eat 2/1 o'clock.
But today, before entering the living room, various thoughts come to mind.
For which I bought a packet and entered.
After giving a few puffs on this cigarette, it seemed that my married daughter was getting out of bed!
Because I can hear the sound of anklets.
I am lying in silence as before.

Suddenly he came and sat next to me on the floor.
He turned his hand on my forehead and said what happened to you?
I do not understand what to say.
I turned my head a little and looked at my wife.
My eyes went up to the forehead!
People can be so beautiful ?!
I sat up.

The girl bows her head in shame to see me.
- You go to bed. (I)
- You go to bed. (Wife)
- No, I'll lie down. You go to bed and show.
- Then I'll sleep down next to you.
What else to do? I was forced to go to bed.
I am lying quietly facing the other side.
The girl came and lay down.

The ornaments of her body are moving and sounding.
The sound subsided a little.
-Can I open the body jewelry? (Wife)
- Do whatever you want. No problem. (I)
- Really? Won't you be angry?
- Oh no.

Then the sound started again.
I realized that he was having trouble lying on the body with so much jewelry.
The sound subsided again.
In fact, if there is a little noise in the middle of the night, it sounds more to the ears.
Suddenly it seemed that the girl put her hand on my side.
Since I was lying face down on the other side, I met his eyes.
Seeing what I saw in the dim light, my eyes went to my forehead!
The girl has left the sari open there.

- I didn't know sari jewelry was so annoying before.
How beautiful it looks to open these now.
Saying this, the girl hugged me from behind.
I am silent like a stone statue.
For the first time in my life, when a girl hugs a man, my body hair stands on end.
My body is shivering with fear and shame.
- What are you doing?

- I hugged my husband.
And you say I can do whatever I want.
So I hugged.
Now sleep quietly like a target boy.
Saying this, the girl hugged me.

I don't even know when I fell asleep thinking about it.
I woke up in the morning with a splash of water. I see that sweet girl (wife) sprinkling water on my face and laughing.

What a strange kind of smile!
If there was a poet in front of this girl, she would immediately write a poem.
- Do you get up or do you have to pull?
- Yes, I'm getting up.

I got out of bed, washed my hands and face and went out on the street.
I came out on the street, took out my mobile and dialed Jasmine's number.
But Jasmine's number is off.
I don't know how much Jasmine suffered when she heard about my marriage.
Jasmine and I loved each other like crazy.

But even after telling my mother and father about our love, they made me get married.
After trying a few more times, I could not find the connection to the jasmine number.
I am sitting under the mango tree on the bank of the pond with my mind full.
Suddenly a call came from an unknown number on the mobile.
He said from the side to receive ...
-Where are you now?

- By the pond. Who are you
- My name is Mau. Come to your house soon.

No comments: