- আচ্ছা আপনি একটা মেয়ে হয়ে একটা ছেলেকে বিরক্ত করেন লজ্জা করে না?
- আপনি একটা ছেলে হয়ে একটা মেয়েকে রিফইউজ করেন এটা আপনার কাছে খারাপ লাগে না?
- ধুরর তর্ক করার মুড নেই। ফোন রাখেন। আর কখনো ফোন দিবেন না।
- আমার বয়ফ্রেন্ড, আমি যখন ইচ্ছে কল দিব।
- হোয়াট?!! আমি কবে আপনার বয়ফ্রেন্ড ছিলাম?
- ছিলেন না, হবেন।
ফোন রেখে দিলাম। দুইদিন ধরে এই মেয়েটা খুব বিরক্ত করছে। জানিনা আমার নাম্বার কোথায় থেকে পেয়েছে। তবে খুব বিরক্ত করছে। আর এইসব বিষয় আমার একদম ভালো লাগে না। তাই ও যে নাম্বার থেকেই কল দেয় সেটাই আমার ব্লকলিস্টে।
.
২দিন পর।
ময়মনসিংহ পার্কের একটা বেঞ্চিতে বসে আছি। এক বয়স্ক লোক এসে বললো, ‘মামা বাদাম দিব?’ আমি কিছুটা অবাক হলাম। এই লোকটির মুখে মামা ডাক একদম মানাচ্ছে না। সে যদি বলতো ‘বাবা বাদাম দিব।’ তাহলে মানাতো। বয়স্ক লোকদের মুখে বাবা ডাক ভালো মানায়।
১০টাকার বাদাম অনেক্ষণ সময় নিয়ে খাচ্ছি তবুও শেষ হচ্ছে না। কিছুটা বিরক্ত লাগছে। বাদাম খেতে বিরক্ত লাগে এটা খুব খারাপ কথা। খুব আনরোমান্টিক ব্যাপার। হঠাৎ আমার মোবাইলে অপরিচিত একটি নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতেই পরিচিত সেই কন্ঠ! ঐ মেয়েটি, যে আমাকে বার বার ফোন দিয়ে বিরক্ত করে।
মেয়েটি আমাকে অবাক করে দিয়ে বলে উঠলো, ‘আপনার বাদামের ভাগ দিবেন? খেতে ইচ্ছে করছে!’ আমি অবাক হয়ে বললাম, ‘আপনি কোথায়?’
- আপনার পিছনে।
পিছনের দিকে তাকাতেই দেখি হিমি!
সে আমার খুব কাছে এসে বললো, - আমাকে চিনছো আবির?! আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। এমন মেয়েদের পৃথীবিতে থাকা উচিত না। তাদেরকে বেহেশতের জন্য স্টক করে রাখা উচিত। পৃথীবিতে এমন মেয়ে থাকলে অন্য সবার আফসোস বেড়ে যাবে।
.
হিমি মেয়েটাকে আমি অনেক আগে থেকেই চিনি। ময়মনসিংহে ভার্সিটি ভর্তি কোচিংয়ে ক্লাস করার সময় ওর সাথে আমার পরিচয়। একদিন কোচিং শেষে সিড়ি দিয়ে ডপ ডপ করে নামতেছি এমন সময় পিছন থেকে হিমি ডেকে উঠলো, - এই যে আবির....!
- হু।
- ফিজিক্সের পনের নাম্বার সিটটা তোমার কাছে আছে?
- হুম।
- দিবা?
আমি ব্যাগ থেকে খুঁজে ফিজিক্সের পনের নাম্বার সিটটা বের করে ওর হাতে দিলাম। ও কিছু না বলেই দ্রুত হেঁটে চলে গেল। রাত ১২টার সময় আমার ইনবক্সে একটা মেসেজ! ‘থ্যাংক ইউ আবির’ আমি বললাম, ‘হো আর ইউ?’
সে বললো, ‘আমি হিমি।’
- নাম্বার কোথায় পেয়েছো?
- তোমার সিট-এ লেখা ছিলো।
এমন সময় মনে পড়লো এক ভয়াবহ ঘটনার কথা। কারণ এই সিটের পিছনের অংশে।
Well don't be ashamed to annoy a boy by being a girl
- Well, aren't you ashamed to annoy a boy by being a girl?
- You refuse to be a boy and a girl. Doesn't it feel bad to you?
- I'm not in the mood to argue. Put down the phone. Never call again.
- My boyfriend, I'll call whenever I want.
- What? !! When was I your boyfriend?
- No, it will.
I left the phone. This girl has been bothering me for two days. I don't know where I got my number from. But it is very annoying. And I don't like these things at all. So the number from which he calls is in my block list.
.
After 2 days.
I am sitting on a bench in Mymensingh Park. An old man came and said, ‘Mama, will you give me nuts?’ I was a little surprised. This guy doesn't like Mama's call at all. If he said ‘Dad, I will give you nuts.’ Then he would agree. Older people like to call fathers better.
I have been eating nuts for 10 rupees for a long time but it is not ending. Feeling a little annoyed. It's too bad to eat nuts. Very unromantic affair. Suddenly a call came from an unknown number on my mobile. That voice is known to receive! The girl who annoys me with repeated phone calls.
The girl surprised me and said, ‘Will you share your nuts? Wanting to eat! ’I said in surprise,‘ Where are you? ’
- Behind you.
Looking back, I see Himi!
He came very close to me and said, - Do you know me Abir ?! I stared at him in astonishment. Such girls should not be in the world. They should be stocked for heaven. If there is such a girl in the world, everyone's regret will increase.
.
I have known Himi for a long time. I met him while taking varsity admission coaching class in Mymensingh. One day, at the end of coaching, when I was going down the stairs, Himi called from behind, - This is Abir ....!
- Huh.
- Do you have seat number fifteen in physics?
- Hmm.
- Day?
I took the fifteenth seat of physics out of the bag and gave it to him. He walked away without saying anything. A message in my inbox at 12 o'clock at night! ‘Thank you Abir’ I said, ‘How are you?’
He said, "I'm Himi."
- Where did you get the number?
- It was written in your seat.
At that time I remembered a terrible incident. Because in the back of this seat.
No comments:
Post a Comment