Best Story

Apurbo Mohonto, Sajol Kumar


Monday, May 25, 2020

আমি ওর ইয়ে - I'm her yeah

আমি ওর ইয়ে


.
কিছুদিন আগে আপুর বাসায় বেড়ানো
শেষে চট্টগ্রাম থেকে গ্রামের
বাড়ি ফিরছিলাম বাসে চড়ে।
জানালার পাশে সিট পেয়ে খুব খুশি
মনে বসে পড়লাম সিটে।
.
কিন্তু আমার
খুশি কানটাক্টরের বোধহয় সহ্য হয়নি।
তাই এক বাচ্চা ওয়ালা মহিলার আগমন
ঘটলো।বোরকা পরা থাকায় মহিলা
আর বাচ্চা দুজনে গরমে অতিস্ট হয়ে
উঠেছেন।তাই উনার(মহিলা) কথায়
আমার সিটটা উনাকে দিলাম। এরপর
কানে হেটফোন দিয়ে গান শুনছি
তাহসান কাকুর।এমন সময় মহিলাটা বল্লেন-
-কিছু মনে করবেন না।আমি ওর খাবার
টা ব্যাগ থেকে বের করতে
পারছিনা।একটু যদি ওরে কোলে
নিতেন...
-ok,সমস্যা নাই।দিন আমার কাছে।
বাবুটার আমি কোনো জন্মে শত্রু ছিলাম
কিনা জানিনা।আমার মুখটাতে ওর
ছোট হাতের আঁছড় কম করে হলেও শতটা
দিছে মনে হল।খুব জ্বালা করছিল
আমার মুখে।
.
এরপর মহিলা বাবুটাকে কোলে
নিয়ে খাওয়ানোর চেস্টা করলেন।
কিন্ত গরমে অতিস্ট বাবুটা খেল না।
আমি চুপচাপ বসে আছি,আর ওদের
দেখছি।অদ্ভুদ মায়ায় ভরা বাবুটার মুখ।
বাবুটা কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লে আমি
আবার সময় কাটাতে, গান শুনতে আর ফেইসবুকে ব্যাস্ত
হয়ে গেলাম।
.
একটু পর বাবুটা আবার কান্নাকাটি
জুড়েদিল।বাসের সবার বিরক্ত মুখ
দেখতে পেলাম।তাই আমি নিজেই
ওকে শান্ত করার চেস্টা করলাম
কোলে নিয়ে।শান্ত হল ঠিকই,কিন্তু
বাঁচাধন বমি করে আমার হিজাব পরা
ওড়নাটার বারোটা বাজিয়ে
ছাড়লো।
.
ওড়না চেইন্জ করে বসলাম।মহিলা
দেখি কারে মোবাইল এ বলে,-আপনি
দোকানের সামনে দাঁড়ান।আমি একটু
পরেই নামবো।
শুনে আমি খুশি হলাম এই জন্য যে সবাই
এইবার শান্তি পাবে।
.
কিন্তু ওমা এ কি!!!মহিলা নামলেন
ঠিকই কিন্ত বাবুটা নামলোনা।এইবার
ওর বাবা উঠলেন মহিলাটার জায়গায়।মহিলাটা বাবুর
আয়া ছিলেন।উনার
দায়িত্ব শেষ তাই তিনি নেমে গেলেন বাচ্চাটা কে
বাচ্চার বাবার
কাছে দিয়ে।

বাবুটার কান্নাকাটি দেখে কে?
মনে হচ্ছিল আমার কানে কেউ মাইক
দিয়ে চেঁচাইতেছে। বাবারা যে
কখনো মায়ের মতো বাচ্চা
সামলাতে পারেনা তার প্রমাণ
আবার পেলাম সেদিন। যাইহোক আমি
কোলে নিলাম আবার। মোবাইল এ
বিভিন্ন পশুপাখি,বিড়ালের ভিডিও
দেখিয়ে শান্ত করার চেস্টা করলাম।

দুস্টু বাবুটা ওগুলো পেয়ে দেখি খ্যাক
খ্যাক করে হাসে।আমিও কিভাবে ওর
সাথে মিসে গেলাম।ওর বাবা আমায়
ধন্যবাদ জানিয়ে কোলে নিতে
চাইলো।দুস্টু পোলা দেখি আমার
কোল থেকে যায় না।
.
আমি বল্লাম,আচ্ছা ও আমার কোলে থাক।আমি আর
দুস্টু টা খেলা করছি,আমার গায়ের
সাথে লোকটার ছোঁয়া পেলাম।
তাকায় দেখি চাঁন্দু ঝিমাইতাছে।
কিছু বলতে যাবো ওমনি আমার কাঁধে
মাথা রাইখা দিল।
নুডুলস এর সাথে বাটি ফ্রি,আর আমার
বেলায় দেখি,দুস্টু পোলার লগে তার
বাপ ফ্রি!
.
সেইদিন থেকে সারাজীবন এর জন্য আল্লাহ ওই দুস্টু
পোলা আর তার বাপের দায়িত্ব সত্যিই
আমার কাঁধে তুলে দিয়েছেন।আমি এখন ওই দুস্টু
পোলার মা।আর ওই ঘুমবাবু সাহেবের
ইয়ে


I'm here yeah


I'm here yeah 

.
A few days ago visiting my sister's house
At the end of the village from Chittagong
I was returning home by bus.
Very happy to get a seat by the window
I sat down in my seat.
.
But mine
The happy contactor was probably not tolerated.
So the arrival of a woman with one child
It happened. The woman was wearing a burqa
And the two of them became very hot
So in his (female) words
I gave him my seat. Then
Listening to music with headphones
Tahsan Kakur. At that time the woman said-
- Don't mind. I'm his food
To get out of the bag
I can't. If you have a little in your lap
Take ...
-ok, no problem. Day to me.
Babutar, I was born an enemy
I don't know if he is in my face
Hundreds of small hand scratches
It seemed to give. It was very irritating
In my face.
.
Then the woman hugged the baby
He tried to feed her.
But the hot babuta did not play in the heat.
I'm sitting quietly, and theirs
I see. Grandpa's face full of strange magic.
I fell asleep after a while
Spending time again, listening to music and busy on Facebook
I became.
.
After a while, the baby cried again
Juredil. Everyone's annoyed face on the bus
I saw it. So I myself
I tried to calm him down
With the lap. Calm down, but
Wearing my hijab after vomiting for life
Twelve playing the veil
Left.
.
I changed the veil and sat down
I see the car says on the mobile, - you
Stand in front of the store. I'm a little
I'll get off later.
I'm glad to hear that
This time there will be peace.
.
But what about Oma !!! The woman got down
OK, but don't call me babuta. This time
Her father got in the place of the woman. The woman is the father
There was a nanny
The responsibility was over so he went down to see who the baby was
The child's father
With close.
Who sees Babutar crying?
It sounded like someone had a mic in my ear
Shouting with. Dad that
Never a baby like a mother
Proof of not being able to handle
I got it again that day. Anyway I.
I took it in my lap again. At mobile
Videos of different animals, cats
I tried to calm down.
Naughty babuta get them and see khak
Khak laughs. How can I too
I mingled with him. His father told me
Thank you and take me in your arms
I wanted to see my naughty pola
Cole doesn't stay.
.
I said, well, stay in my lap
I'm playing naughty, my body
I got the touch of the man.
I looked and saw Chandu fainting.
I'm going to say something omni on my shoulder
Raikha nodded.
Bowl free with noodles, and mine
I see Bella, her naughty polar bear
Father free!
.
From that day on, Allah is that naughty for the rest of his life
Pola and her father really have a responsibility
He put it on my shoulder. I am that naughty now
Polar's mother and Mr. Ghumbabu

Yay ....

No comments: