কিরে মিম,কাকে নিয়ে চিন্তা করিস?
-তোকে নিয়ে।আর
কাকে নিয়ে চিন্তা করব?
-হুম।তা ঠিক।না মানে কেমন
জানি সন্দেহ হচ্ছে।
-কিসের সন্দেহ রে?তুই আবার আমার
প্রেমে,ট্রেমে পরে গেলি না তো।
-মাইর খাইছস?
-না,অনেকদিন খাওয়া হয় না।
-আয় তোকে মাইর খাওয়াচ্ছি।
-থাক.
-ওই, কই যাস?
-তোর মাইর খাওয়ার কোনই ইচ্ছা নাই।
তাই চলে যাচ্ছি।
-ওই রাকিব দাড়া।
-বাই বাই।
-ওই।
মিম জানে এখন রাকিব
কে ডেকে কোন কাজ হবে না।ও,
একার উঠছে মানে চলেই যাবে।
রাকিবের এ রকম ব্যবহার মিমের
মাঝে মাঝে খারাপ
লাগে।
কিন্তু রাকিব
বেখায়ালে ছেলে।ও নিজেই জান
না কখন কি করছে।
বুঝতেও পারে না,
মিমের মনে ওর জন্য অনেকটা জায়গা।
বন্ধু না,বন্ধু চেয়ে একটু
খানি বেশি কিছু।
কিন্তু রাকিবকে বুঝেতে দেয় না।
-রাকিব?
-বল।
-আমাকে দেখতে আসছে।
-কে?
-বুঝতে পারছিস না।
-কি করে বুঝব না বললে?
-ছেলের বাড়ির লোক?
-বলিস কি।আমাকে আগে বলিস
নি কেন?
-কি করে বলব?আমার জন্য তো তোর
কোন সময় হয় না।
-ওকে দাড়া। আমি আসতেছি।
ওরা একাই খেয়েদেয়ে চলে যাবে।
আমি চান্জ পেয়েও
খাওয়া দাওয়া মিস করব।তা হয়না।
-তুই খবর দার আমার
বাড়িতে আসবি না।
-কেন রে?
-আমি বলছি তাই।
-বলেলেই কাজ হচ্ছে না।আমি আসছি।
ছেলে কেমন
আমাকে দেখতে হবে না।
বলেই ফোন কেটে দেয় রাকিব।
যদিও রাকিবের যাওয়ার কথাছিল।
কিন্তু সেদিন ই রাকিবের
মা মারা যায় সেদিনই।
তাই রাকিব
কাউকে না জানিয়ে গ্রামের
বাড়ি চলে যায়।
এদিকে ছেলেপক্ষ মিমকে পছন্দ করে।
সেদিনই একপ্রকার
কথা দেয়া হয়ে যায়।
মিম
ভাবতে থাকে কাল যে করেই হোক
রাকিবকে ভালবাসার
কথা বলতে হবে।
রাকিব কে ফোন দেয় মিম। রাকিবের
ফোন বন্ধ।
রাকিবের ফোন তো কখনও বন্ধ
থাকে না।
তাহলে কি হল রাকিবের?
রাকিবের রুমমেট কে ফোন দিয়েও
কোন খবর পায় না মিম।
এভাবে কেটে যায় ১৫ দিন।মিমের
বিয়ের মাত্র কয়েকদিন বাকি।
মিম
কখনও তার বাবা মায়ের পছন্দের
ছেলেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না।
কিন্তু কিছু করার নেই কারণ
রাকিবের তো কোন খবর নেই।
কিচ্ছু ভাবতে পারে না মিম।
রাকিবের মা ছাড়া কেউ নেই
পৃথিবীতে।
এখন সেই মা ও
ওকে ছেড়ে চলে গেছে।ও খুব আপসেট
হয়ে পড়ে। তাই ফোন ও বন্ধ
করে রাখে।কারও সাথে যোগাযোগ
রাখে না।
আজ মিমের বিয়ে।তার বাবার
মায়ের পছন্দের ছেলের সাথে।
মিম খুব সেজেছে।
-হেলো মিম?
-ভাইয়া আমি নীলা।আপুর তো আজ
বিয়ে।তাই কথা বলতে পারবে না।
-আচ্ছা ঠিক আছে।
-আচ্ছা।
অনেকদিন পর রংপুরে আসে রাকিব।ওর
প্রিয় মানুষরা সবাই চলে যাচ্ছে।
একমাত্র মিম ই ছিল ওর জীবনে সে ও
আজ থেকে অনেক দূরে চলে যাচ্ছে।
No comments:
Post a Comment