Best Story

Apurbo Mohonto, Sajol Kumar


Saturday, May 9, 2020

💘 শেষ_ভালোবাসা 💘 - 💘 last_love 💘


শেষ_ভালোবাসা



পর্ব : ২

এতো সকালে এখানে কেনো..
আন্টি আসলে রুমে থাকতে ভালো লাগছে না। তাই একটু আপনার কাছে হেল্প করতে এলাম।
-আন্টি বলছো কেনো আমি তোমার শাশুড়ী। আর শাশুড়ী তো মায়েরই মতন।আমাকে তুমি মা বলে ডেকো।
-আচ্ছা মা...
-অত্র কি ঘুম থেকে উঠেছে?
-জ্বি না মা, এখনও ঘুমাচ্ছে,
-তুমি যাও অত্রকে ডেকে তুলে বলো ফ্রেশ হয়ে নিচে আসতে, সবাই একসাথে ব্রেকফাস্ট করে নাও,

কিছুক্ষণের মধ্যে সবাই বউ দেখতে আসবে তোমাকে তো আবার রেডি হতে হবে তাড়াতাড়ি যাও
-আচ্ছা মা ঠিক আছে,
তারপর আভা রুমে এসে দেখে অত্র ফ্রেশ হয়ে

সোফায় বসে কারো সাথে ফোনে কথা বলছে,
- কারো যদি ফোনে কথা বলা শেষ হয়ে থাকে তাহলে নিচে চলে যাক মা তাকে ব্রেকফাস্ট করার জন্য ডাকছে।
-hay you আমার একটা নাম আছে,
i am অত্র, অত্র আহমেদ
-আপাতত আমি কারো নাম জানার জন্য ইন্টারেস্টেড নই,
এটা বলার সাথে সাথে অত্র উঠে আভার গাল শক্ত করে চেপে ধরে বলে...
- হাউ ডেয়ার ইউ সে দেট, আমার সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে তোমার?
আভা ঝারি মেরে অত্রের হাত সরিয়ে বলে

-এখানে সাহস দেখানোর মতো কিছু বলিনি যেটা ঠিক সেটাই বলেছি,
আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, ভুল করেও কথায় কথায় আমাকে টাচ করার মতো দুঃসাহস দেখাতে যাবেন না, এর পরিনাম কিন্তু ভালো হবে না, মাইন্ড ইট মিষ্টার অত্র আহমেদ।

এটা বলে আভা সোজা নিচে বলে যায়,
আর এদিকে অত্র অবাক দৃষ্টিতে আভার চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে,

-এ কেমন মেয়েরে বাবা, ভেবেছিলাম আমি তাকে ইগনোর করবো এখন তো দেখচ্ছি উল্টো সে আমাকে ইগনোর করছে শুধু ইগনোর নয় রীতিমত অপমান...নাহ এর জন্য ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। হবেইই😡😡😡

তারপর অত্র নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে, তারপর আভার দিকে এক নজর তাকিয়ে একটা চেয়ার টেনে বসে পরে,তারপর পাশ থেকে অত্রের ছোট বোন আদ্রিতা বলে,

-কি রে ভাইয়া এরকম টমেটোর মতো লাল হয়ে আছিস কেনো, মনে হচ্ছে যেকোনো সময় ফেটে যাবি,😊😊😊
-চুপ একটাও কথা না বলে চুপচাপ খা না হলে টমেটোর মতো তোকে ফাটাবো, সব সময় ফাজলামি,
অত্রের আম্মু এই আদ্রিতা তাড়াতাড়ি চুপ খেয়ে নে তোর ভাবিকে তো সাজাতে নাকি,
-কি বলো আম্মু আমার ভাবি এমনই যে সুন্দরী তাকে যদি আরো সাজাই তাহলে তো লোকের নজর লেগে যাবে, এটা শুনে অত্রের আব্বু আম্মু দুজনই হেঁসে ওঠে,
তারপর অত্রের আব্বু আভাকে বলে

-কিরে মা এখানে তোর কোনো সমস্যা হচ্ছে না তো?
-না বাবা,
-দেখ একদম লজ্জা পাবি না এটা এখন তোরই বাড়ি, তাই যেভাবে সুবিধা হয় সে ভাবে থাকবি,
-ঠিক আছে বাবা,

এটা শুনে অত্র মনে মনে বলে, বাবা তোমারও না মাথা খারাপ সমস্যাকেই জিজ্ঞেস করছো তার কোনো সমস্যা হচ্ছে কি না, যত সব আদিক্ষেতা😏😏😏

খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায় রেস্ট করার জন্য,
তার কিছুক্ষণ পরে আদ্রিতার সব বান্ধবীরা চলে আসে তাদের সবাইকে নিয়ে আদ্রিতা অত্রের রুমে চলে যায়, গিয়ে দেখে আভা বেডের উপর বসে আছে আর অত্র বেলকনিতে দাঁড়িয়ে আছে, আদ্রিতা অত্রের কাছে গিয়ে বলে

-ভাইয়া এখন তুই বাইরে যা আমাদের ভাবির সাথে কাজ আছে,
-তোদের কাজ তোরা কর, আমি কেনো বাইরে যাবো? আমি আমার রুম ছেড়ে কোথাও যেতে পারবো না,
- রুম ছেড়ে যেতে পারবি না নাকি বউ কে রেখে যেতে পারবি না কোনটা বলতো?
- দেখ একদম আমার সাথে ফাজলামি করবি না😡😡😡
-তুই একদিনেই বউ পাগল হয়ে গেছিস সেটাতে কোনো দোষ নেই, আর আমি বললেই দোষ😏😏😏
- ধুর থাক তোরা আমি চলে যাচ্ছি রুম থেকে,এটা বলে অত্র রেগে রুম থেকে বেড় হয়ে যায়,
আর এটা দেখে ওরা সবাই হাসতে থাকে,

তারপর সবাই মিলে আভার সাথে গল্প শুরু করে, গল্প করতে করতে দুপুর হয়ে যায়।

সারা বাড়ি ভর্তি মেহমান..
দুপুরবেলা পার্লারের লোক এসে আভাকে সাজানো শুরু করলো..
আভার বাসা থেকে আভার আম্মু আব্বু ভাই ভাবি সকলেই এসেছে...
আভা বাবা মায়ের একমাত্র মেয়ে.. সবার খুব আদরের..
বৌভাতের অনুষ্ঠান শুরু।

আভাকে একটা বেগুনি রঙের শাড়ি পরানো হয়েছে অত্র আভাকে দেখে চোখই ফেরাতে পারছে না। অঅসম্ভব সুন্দর লাগছে আভাকে। কিন্তু তাতে আমার কি🙄🙄।
অত্রর সব বন্ধুরা এসে অত্রকে কনগ্রেস করছে আর আভার এতো এতো প্রশংসা করছে।
-হেই ডুড কি যে বলিস না ওই মেয়ে কখনো আমার আফরার মতো হতে পারবে না।
এটা শুনে সিয়াম বলল দোস্ত তুই যানিস না আফরার বিয়ে ঠিক হয়ে গেছে। তোর বিয়ের খবর শুনেই ও ওর ফ্যামিলির পছন্দ করা ছেলেকে হ্যা বলে দিয়েছে।
-কি বলছিস তুই। না এটা কখনো হতে পারে না।

-আমার ইমিডিয়েটলি আফরার সাথে কথা বলতে হবে।
-দোস্ত আজ তোর বৌভাত এখন এটা করা তোর ঠিক হবে না.. অনুষ্ঠান মিটে গেলে নাহয় যা করার করিস।
-আমার আর এক মূহুর্ত লেট করা যাবে না।
বলেই অত্র কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলো।
এদিকে আভা ওর বাবা মা কে দেখে একটুও কান্না করে নি বরং তাদের কাছে গিয়ে বলছে তোমাদের কোনো অসুবিধা হয় নি তো এসেছো খেয়েছো এখন বাসায় চলে যাও

চলবে.......



last_love



💘 last_love 💘

Episode: 2

Why are you here so early ..
Aunty doesn't really like being in the room. So I came to help you a little.
- Aunty, why am I your mother-in-law? And the mother-in-law is like the mother. You call me mother.

-Well mother ...
- Did you wake up?
-Yes no mom, still sleeping,
- You go and call her and tell her to come downstairs fresh, have breakfast together,

After a while, everyone will come to see his wife. You have to be ready again. Go quickly
-All right, Mom.
Then Ava came into the room and saw him sitting on the sofa refreshed and talking to someone on the phone,
- If someone has finished talking on the phone, let's go downstairs. Mom is calling him for breakfast.
-hay you I have a name,
i am here, here Ahmed
- I'm not interested in anyone's name right now,
As soon as he said this, he got up and pressed Avar's cheek tightly and said ...
- How dare you say that, how dare you talk to me like that?
Ava sighed and removed her hand

- I didn't say anything bold here, that's exactly what I said,
Put one more thing in your head, don't make the mistake of showing me the courage to touch me in words, the result will not be good, Mind it Mr. Atra Ahmed.

It goes straight down the aisle,
Meanwhile, he looked at Avar with amazement and said to himself,

Dad, I thought I would ignore her, but now I see that she is ignoring me, not just ignoring me, she is insulting me ... No, she has to be taught a proper lesson. I will

Then he goes downstairs to have breakfast, then he looks at Avar, pulls up a chair and sits down, then from the side, his younger sister Adrita says,
- Why are you so red like a tomato, brother, it looks like it's going to explode anytime soon.
-If you don't eat a word without saying a word, I'll crack you like a tomato, all the time nonsense,
Atre's mother, eat this dampness quickly, to decorate your mind,

-What do you say, mother, I think it's so beautiful that if I decorate her more, then people will notice her. Hearing this, both father and mother laughed.
Then Attar's father says to Ava
- Kiri mother, aren't you having any problems here?
-No, Dad.
- Look, I'm not ashamed. It's your home now, so I'll stay as it is,
-All right, Dad.

Hearing this, he said in his mind, "Dad, you are asking me if there is any problem with your head, is there any problem with it, as much as all the adikshetas."

After eating, he goes to his room to rest,
After a while, all of Adrita's girlfriends leave. Adrita goes to Attar's room with all of them. She sees Ava sitting on the bed and Attar standing on the balcony.
-Brother, now you are out with what we think is working,
- You do your job, why should I go out? I can't leave my room and go anywhere,
- Can't I leave the room or leave my wife?
- Look, don't be silly with me

- There's nothing wrong with your wife going crazy in one day, and it's my fault
- Damn you guys, I'm leaving the room, it makes me angry.
And when they see it, they all laugh,
Then everyone starts the story with Avar, it is noon while doing the story.

The whole house is full of guests.
At noon the man from the parlor came and started arranging Ava ..
I think everyone has come from Avar's house, Avar's mother, father and brother ...
Ava is the only daughter of her parents .. everyone is very fond of her ..
The Bauvat ceremony begins.
Ava is wearing a purple sari but she can't take her eyes off Ava. Ava looks impossibly beautiful. But that's my thing.

All of Atar's friends are coming and congressing Atar and Avar is praising him so much.
- Hey Dude, don't tell me that girl will never be like me.
On hearing this, Siam said, "Dude, you don't know, Afra's marriage is over." After hearing the news of your marriage, he said yes to the boy chosen by his family.
- What are you talking about? No it can never be.
- I need to talk to Afra immediately.
- Dude, it's not right for you to do this now, Bauvat, now .. If the ceremony is over, you can do whatever you want.

- I can't be late for another moment.
He left the house without saying anything to anyone.
Meanwhile, Ava did not cry at all when she saw her parents, but went to them and said, "You have no problem, you have come, you have eaten, now go home."

Let's go .......

No comments: