Best Story

Apurbo Mohonto, Sajol Kumar


Sunday, January 9, 2022

রাগি বর - Angry groom


পর্ব -2

একটু আগেই আমাকে এক দল ভাবি, ননদিনীরা বসিয়ে দিয়ে গেছে একটা বিশাল বড় বেড রুমে। রুমটা খুবই হাল্কা ভাবে সাজানো হলেও অনেক সুন্দর দেখাচ্ছে। আর রুমের প্রত্যেকটা আসবাবপত্র এতটাই সুন্দর, রুচিশীল বলেই হয়ত অল্প সাজেও রুমটা দেখতে এতো চমৎকার লাগছে। আমার খুব পছন্দ হয়েছে রুমটা। যা এতদিন শুধু আমার স্বামীর বেডরুম ছিল। আজ থেকে আমাদের দুজনার। স্বাভাবিক ব্যাপার,কিন্তু বিষয়টা ভাবতেই খুব ভালো একটা ফিলিংস কাজ করছে।

আমার নতুন বর তাকে আমি চিনিনা, তবে বিয়ের কথা চলাকালীন ছবি তে দেখেছি একবার কেবল। আমাদের বিয়েটা খুবই সাধারন ভাবে হয়েছে। জাঁকজমক ছিল না বললেই চলে। এমনভাবে বিয়ে কেন সম্পন্ন করা হলো তা সম্পর্কে আমি অবগত না। সবকিছু দেখেশুনে পছন্দ হওয়ার ঠিক দুদিন পরই আমাদের বিয়ের ডেট রাখা হয়। বিয়ে হয় সাদামাটা ভাবে। শুধু নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।

.তাই আমার বরের সাথে আলাদা করে দেখা বা ফোনে কথা কিছুই হয়ে উঠেনি। আজ হবে প্রথম দেখা, প্রথম কথাবার্তা। ভাবতেই শরীরটা কেমন যেন শিউরে উঠে। ভয় হয় খুব, না জানি কেমন উনি। আচ্ছা উনার আমাকে পছন্দ হয়েছে তো! নাকি আবার হিন্দি সিরিয়ালের নায়কদের মত রুমে ঢুকেই আমাকে বলে দিবে, যাও ফ্লোরে গিয়ে শোও। মানিনা আমি তোমাকে। আমি অন্য একজন কে ভালোবাসি,,হাবিজাবি ইত্যাদি ইত্যাদি!

তাহলেতো আমি কষ্টে পুরাই শেষ হয়ে যাবো। আমার সেই ছোট বেলা থেকেই যে স্বামী, সংসার এসব নিয়ে অনেক স্বপ্ন। অগনিত স্বপ্ন বুনেছি এই একজন মানুষকে নিয়ে। তার সাথে জুড়ে যাওয়া আমার ভবিষ্যত দিনগুলো নিয়ে।

কত শত রোমান্টিক গল্প,উপন্যাস, নাটক পড়েছি,দেখেছি....আর আমার বরকে নিয়ে স্বপ্ন বুনেছি তার হিসেব নেই।

এসব করে করে পড়াশুনার ১২টা বাজিয়েছি। পাঠ্য বই পড়ার সময় ছিল কই আমার!

জানিনা কেমন হবে আমার বর।

এসব ভাবতে ভাবতেই হঠাত দরজা খুলার শব্দ কানে আসল, কানে শব্দটা আসতে দেরী, কিন্তু বুকের ভেতর মোচর দিয়ে উঠতে দেরী নাই।

মনে মনে আয়াতুল কুরসী/ লা ইলাহা ইল্লা আন্তা....সব দোয়া পড়ে ফেলছি আমি।

এতো awkard ফিল হয় বিয়ে করলে,জানলে তো বিয়েই করতামনা। আল্লাহ আমার বরটা যেন খুব ভালো হয়, একদুম রাগী না হয়৷ দেখো খোদা। মাবুদ।

বর দরজা খুলে ভিতরে ঢুকে ছিটকিনি লাগিয়ে দিল, এতে আমার ভিতরের মোচরানো যেন আরো বেড়ে গেল। এতো কেন ভয় হচ্ছে?

অবশ্য যার সাথে এই প্রথম তাও কিনা বাসর ঘরে এসে দেখা হচ্ছে, আমার প্রান প্রিয় বর ভয় তো হবেই।

আমি যে খুব বর পাগলী হবো তাতে কোন সন্দেহের অবকাশ নেই। আমি তো এই ভয়ের মধ্যেও তাকে দেখে বড়সড় একটা ক্রাশ খেয়ে ফেললাম।

কি দেখছি আমি! এতো সুদর্শন বর ও কিনা আমার মত পড়াচোর, ফাঁকিবাজ এর কপালে ছিল! যদিও আমি দেখতে খারাপ নই তারপরো কেমনে সম্ভব! হাও...হাও! how is this possible!😱

আমি তো হা হয়ে গেলাম পুরা। উনার গায়ের রঙ একদুম ধবধবে সাদা না হলেও, ফর্সা বলা যায়। ছেলেদের বেশী ফর্সা আবার কেমন যেন মেয়েমেয়ে লাগে। ইয়া লম্বা উনি। ওয়াও লম্বা ছেলেদের তো ছোট বেলা থেকেই আমার খুব পছন্দ। হুররে মনে মনে কি যে খুশি লাগছে, এতো সুন্দর ছেলের বউ হতে পেরে। উনার হাইট টা দেখেই খুশির পরিমান এতো বেড়ে গেছে।

ওনার নামটার মতই উনি সুন্দর। আসলে নামের থেকেও সুন্দর। উনার নাম স্পন্দন। আর আমি আরুশী। হঠাত উনার কথায় আমার অবাকত্বের সময় সমাপ্তি ঘটলো।

স্পন্দন- এতো হা করে কি দেখছো এভাবে?

স্বামী যে রুমে আসলে স্ত্রী রা তাদের সালাম করতে হয় তাও দেখি জানো না! এট লিস্ট মুখে তো বলতে। কি গাধী বউ জুটলো আমার কপালে। যত্তসব। বলে ওয়াশরুমে চলে গেলেন হাতে তোয়ালে নিয়ে।

আল্লাহ উনি কি বলে গেলেন এসব? আমি গাধী! ইয়া আল্লাহ যে ভয়টা পাচ্ছিলাম এই রাগী, বদমেজাজ ছেলেটাই আমার বর হলো। কথার ধরনে তা বুঝতে বাকি নেই আমার যে উনি প্রচন্ড রাগী। আমি তো রাগী মানুষ প্রচন্ড ভয় পাই। এ্যাঁ এবার আমার কি হবে ভেবেই খুব কান্না পাচ্ছে আর অসহায় মনে হচ্ছে নিজেকে।😭

তাকে আমি কি করে বলি, আমি যে তাকে দেখে এত বড় ১টা ক্রাশ খেয়ে ফেলেছিলাম তখন যে উনাকে সালাম দেয়ার কথাও মাথায় আসেনি। যদিও উনি আসার আগে পর্যন্ত কথাটা মাথায় ই ছিল,

ছেলেদের রূপ কি তাহলে এতটাই মারাত্মক হয়?

সে যাই হোক, উনি আসলেই আমি উনাকে আগে সালাম করব পা ছুঁয়ে।

আল্লাহ দেখো আবার আমাকে উনি লাথি টাথি দিয়ে উড়ায়ে না দেয় তখন…

চলবে…

Episode-2

A little while ago I thought of a group, Nandini has sat down in a huge big bed room. The room is very lightly arranged but looks very beautiful. And every piece of furniture in the room is so beautiful, tasteful, maybe even a little decoration makes the room look so nice. I really like the room. Which so far has only been my husband's bedroom. The two of us from today. It's normal, but it's a good feeling to think about it.

I don't know my new groom, but I only saw him in the picture during the wedding. Our marriage has been very normal. It goes without saying that there was no splendor. I don't know why the marriage was arranged that way. Our wedding date is set just two days after we liked everything. Marriage is simple. Only close relatives were present.

So nothing happened to meet my groom separately or talk on the phone. Today will be the first meeting, the first conversation. Just thinking about how the body rises. I am very scared, I don't know how he is. Well, he liked me! Or like the heroes of Hindi serials will enter the room and tell me, go to the floor and show. I don't believe you. I love someone else, habijabi etc!

Then I will end up in trouble. I have had many dreams about my husband and family since my childhood. I have woven countless dreams about this one man. Connecting with him is about my future days.

How many hundreds of romantic stories, novels, dramas have I read, seen ... and I have dreamed about my groom is incalculable.

By doing all these, I have played 12 hours of study. Where was my time reading textbooks!

I don't know how my groom will be.

Thinking about all this, the sound of opening the door suddenly came to my ears, it was too late to hear the sound, but it was not too late to get up with a twist in my chest.

Ayatul Kursi / La ilaha illa Anta in my mind .... I am reciting all the prayers.

Phil is so awkward that if he got married, he would not have got married if he had known. May Allah blesses my bride very well, don't be angry at all Look, God. The Lord.

The groom opened the door and went inside. Why are you so scared?

Of course, with whom this is the first time I have been seen in the living room, my dearest groom must be afraid.

There is no doubt that I will be very crazy. I saw him in this fear and ate a big crush.

What am I looking at! Such a handsome groom and whether he was studying like me, was on the forehead of a cheater! Even though I'm not bad at looking, how is that possible? Hao ... Hao! how is this possible!

I became a complete ha. Although her complexion is not very white, she is fair. Boys look more fair than girls. He is tall. Wow, I like tallboys from a young age. Hurray is happy to be the wife of such a beautiful boy. The amount of happiness has increased so much just by seeing his height.

She is as beautiful as her name. In fact, more beautiful than the name. His name is Spondon. And I'm Aarushi. Suddenly his words ended my surprise.

Spondon- What are you looking at so ha?

You don't even see the room where the husband actually has to greet his wife! At least in the face of the list. What a donkey wife put on my forehead. Everything. He went to the washroom with a towel in his hand.

God, what did he say? I'm an ass! Oh God, the fear that I was getting, this angry, bad tempered boy became my groom. I don't understand that he is very angry. I am very afraid of angry people. I am crying a lot thinking about what will happen to me this time and I feel helpless

How can I tell him that when I saw him I ate such a big crush that I didn't even think to greet him. Even though he had that in mind before he came,

What is the form of the boys is so deadly?

Whatever he is, he actually touches my feet before I greet him.

God forbid that he should kick me again.

It will work.

1 comment:

X53 said...

[188BET][188betดีไหม]I have shared your article Hope you will share my article with your friends too.