Best Story

Apurbo Mohonto, Sajol Kumar


Saturday, May 30, 2020

ভার্সিটি লাইফের প্রেম - The love of varsity life

ভার্সিটি লাইফের প্রেম


ভার্সিটি যাওয়ার রাস্তায় বৃষ্টির কবলে পড়ে গেলাম। কোন রকমে দৌড়ে এসে একটা গাছ তলার নিচে দাঁড়ালাম। তবু হয়ত শেষ রক্ষা হলো না,

বৃষ্টি বাড়ার সাথে সাথে আমিও ভিজতে শুরু করলাম। হঠাৎ খেয়াল করলাম আমার উপর বৃষ্টি পরছে না। তাকিয়ে দেখি আমার বাসার পার্শ্ব প্রতিবেশী আমার মাথায় ছাতা ধরে রাখছে। অবশ্য এটা আমি কোন রকমেই আশা করি নি। ও আমায় দেখলেই শুধু ঝগড়া করে কিন্তু এখন আমার মাথায় ছাতা ধরে রাখছে এটা কেমন যেন লাগছে। আমি ঐশির দিকে তাকিয়ে রয়েছি। তখনই ঐশি বলল...
-- ওই ডেব ডেব করে কি দেখছো?

-- না ভাবছি, মানুষটা কবে থেকে এত্তো ভাল হয়ে গেল।
-- এই যে রাজ আমি সব সময়ই ভাল, শুধু খারাপ চোখে ভাল মানুষটা চিনতে পারো না।
-- ওই কি বললে আমার চোখ খারাপ?

-- খারাপ চোখ বলেই তো এই ভাল মনের মেয়েটাকে ভুল বুঝো।
-- আসছে রে আমার ভাল মনের মেয়ে। তোমাদের মেয়েদের মনটা সাইকেলের চাকার মত, শুধু ঘুরে।
-- ওই রাজ খারাপ হচ্ছে কিন্তু?
-- ভাল হচ্ছে।

-- হুমম মেয়েদের নিয়ে যখন এতো এলার্জি তাহলে একটা মেয়ের ছাতার নিচে দাঁড়িয়ে আছো কেন?
ঐশির কথার উত্তর না দিয়ে যেই ছাতার নিচ থেকে বেড়িয়ে অাসলাম তখন মনে হলো বৃষ্টিটা যেন আরো বেড়ে গেল। ওরে বৃষ্টি আজ মনে হচ্ছে তুইও এই ঐশির দলে। আমি আবার ছাতার নিচে গিয়ে দাঁড়ালাম। আর ঐশি মিটি মিটি হাসছে। তাই বললাম...

-- ওই এতো হাসার কিছু হয় নি। এতো বৃষ্টির মাঝে একটা মেয়েকে একা রেখে যেতে ভয় হচ্ছে। তাছাড়া তুমি আমার প্রতিবেশি। যতই ঝগড়াটে হও না কেন এই অসময়ে তোমার পাশে দাঁড়ানো আমার কর্তব্য।
-- ও তাই বুঝি।

কথাটা বলেই ও জোরে জোরে হাসতে লাগলো। আর আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে হালকা বৃষ্টি কমার সাথে সাথে আমি এক দৌড়। আর ঐশি তো হাসছেই।
.
ভার্সিটি আসতেই দেখি একটা ক্লাস অলরেডি মিস করে ফেলেছি। তাই দৌড়ে পরের ক্লাসটা ধরতে ক্লাসে গেলাম। কিন্তু ক্লাসে গিয়ে আমি তো অবাক।

 ক্লাসে কোন স্যার নেই কিন্তু সবাই লেখালেখিতে ব্যস্ত। আমাদের ক্লাসের ছাত্ররা এতো ভাল হয়ে গেল কেমন করে? নাকি আমি ভুল করে অন্য ক্লাস রুমে চলে এসেছি। তাই ভাল করে আবার ক্লাসের নামটা দেখে নিলাম। আমি রুমে ঢুকে রিয়ার পাশে গিয়ে বসলাম। রিয়া হলো আমার লেডি দোস্ত। জানের জান আর পরানের তিতা করলা।
যাই হোক, ওর পাশে বসতেই ও ওর খাতাটা আমার থেকে আড়াল করতে চাইলো। আমি তো পুরো অবাক। রিয়া আমার থেকে কি লুকানোর চেষ্টা করছে।

-- ওরে বাব্বা রিয়া তুই কি তোর বয়ফ্রেন্ডের জন্য চিঠি লেখছিস রে? মনে হয় আমি দেখলে সমস্যা।
-- না তবে ভার্সিটিতে আজ দুপুরের মধ্যে বৈশাখ নিয়ে কবিতা লেখে জমা দেওয়ার কথা আছে।
-- মানে বুঝলাম না।
-- আরে বাংলা বিভাগের শিক্ষকরা একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। নিয়ম হলো, আজ দুপুরের মাঝে বৈশাখ নিয়ে কবিতা লিখে নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া। সেরা ৫টা কবিতা ভার্সিটির আর্টিকেলে বের হবে।
-- বাহ্ লেখতে থাক।

আমি আর কারো লেখার ডিস্টার্ব না করে নিজেও খাতাটা বের করে একটা কিছু লেখা শুরু করলাম। কিন্তু সমস্যা হলো আমি ভাল কবিতা লেখতে পারি না। তবুও মোটামোটি চেষ্টা করলাম।
এরপর কবিতা লেখা শেষ করে রিয়াকে সাথে নিয়েই নোটিশ বোর্ডের দিকে এগিয়ে গেলাম। ওরে বাব্বা এতো কবিতা জমা হয়েছে। আমি সব গুলো কবিতা একটু একটু পড়তে লাগলাম।

 হঠাৎ একটা কবিতা বেশ লাগলো " বাসন্তি রং শাড়ী, খোপায় বেলী ফুল আর মুখে হাসি থাকলে বলবে তে ভালবাসি। " আমি কবিতাটা পরে নিচে লেখিকার নাম খুঁজে দেখি লেখা আছে ঐশিকা। কবিতা পরে অনেকটা আমার ইচ্ছে কন্যার মত কিছু মিল পেলাম।
 তাই আমার লেখা কবিটা ওই মেয়ের কবিতার নিচে পিন দিয়ে আটকে রাখলাম।আমার কবিতাটা ছিল " হয়ত শুকনো গোলাপের পাপড়ী কালো হয়ে যাবে তবু ভালবাসা সতেজ থাকবে। বাসবে কি ভাল একবার? এরপর বাসায় চলে আসলাম।
.
রাতে ছাদে বসে বসে গিটার বাজাচ্ছিলাম। হঠাৎ পাশের ছাদ থেকে একটা আওয়াজ বেসে আসলো।
-- কেউ উপকার করলে যে তাকে ধন্যবাদ দিতে হয় সেটা হয়তো কারো জানা নেই।
পাশের ছাদে তাকিয়ে দেখি ঐশি এমন একটা ভাব নিচ্ছে যেন আমায় দেখছেই না।
-- ওকে ধন্যবাদ।( একটু বিরক্ত হয়ে বলে দিলাম)
-- এমন ধন্যবাদ আমার লাগবে না। হুহ পচা ছেলে।

ওর কথা শুনে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম..
-- ওই রাতে তোমার কি লেখাপড়া নেই? এতো রাতে ছাদে কী?
-- বাব্বা আমার জন্য তোমার কত চিন্তা? যাই হোক, তোমার গিটারের আওয়াজেই তো পড়ার মুডটা নষ্ট হয়েগেল।
-- ওই কারো জন্য আমার মনে চিন্তা নেই। আর যদি আমার গিটারের কারনে যদি তোমার পড়া নষ্ট হয় তাহলে বেশ হয়েছে।
-- ওই আমার সাথে এত্তো ঝগড়া করো কেন হে? একটু ভালবেসেও তো কথা বলতে পারো।
-- কিভাবে কথা বলবো?

-- না কিছু না। এই রাজ শুনো না, আজ না একটা ছেলে আমার জন্য কবিতা লেখেছে।
-- মানে?
-- আরে ভার্সিটিতে কবিতা প্রগিযোগিতা চলছে না। আমি একটা কবিতা লেখে নোটিশ বোর্ডে দিছি।এরপর আমার কবিতার নিচে একটা ছেলে কবিতা লেখেছে। মনে হলো কবিতাটা আমাকেই উদ্দেশ্য করে লেখা।
-- ও তাই, আচ্ছা ছেলেটার কবিতাটা বলো তো।
-- বলা যাবে না এটা সিক্রেট।

-- ওকে বলতেও হবে না। তোমার কপালে যে ছেলে জুটবে না সে দুই দিনেই তেজপাতা হয়ে যাবে।
-- কি বললে? তোমার কপালে ইয়া মোটা হাতি বউ হবে দেখে নিও।
-- হুহ।
রাগ দিয়ে আমিও ছাদ থেকে চলে আসলাম আর ঐশিও চলে গেল।এই মেয়েটা আমার সামনে আসলেই শুধু ঝগড়া করে।
.
সকাল সকালই ভার্সিটি চলে গেলাম আর প্রথমেই নোটিশ বোর্ডে গেলাম। তারপর অনেক খুজেঁ ঐশিকার লেখা কবিতাটা বের করলাম। এর নিচেই আমার কবিতাটা। আমার কবিতার নিচে আরেকটা কবিতা দেখলাম আর সেটার লেখিকাও ঐশিকা। তার মানে ঐশিকা আমার কবিতার উত্তর দিয়েছে। আমিও ওর কবিতাটা পড়তে লাগলাম। বাহ্ বেশ লেখা ওর। ওর কবিতা শেষ করে আমি নিজে একটা ছন্দ লেখে ওর কবিতার নিচে লাগিয়ে দিলাম।

এভাবে প্রতিটা দিন আমার আর ঐশিকার মাঝে কবিতা বা ছন্দের মালা গাঁথা হতে থাকে। আর আমার পাশের বাড়ির ঐশির সাথে ক্রমাগত ঝগড়া চলতেই থাকে।
আমি ভার্সিটিতে খোঁজার চেষ্টা করি কিন্তু ঐশিকাকে পাই নি।
শুধু ওর নামের সাথে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দেওয়া ছিল। হঠাৎ একদিন ভার্সিটিতে এসে নোটিশ বোর্ডে নতুন কোন ছন্দ এসেছে কি না দেখতে গেলে দেখি নোটিশ বোর্ডের সব কাগজ খুলে ফেলা হয়েছে। এর কারনে মনটাই খারাপ হয়ে যায়। এরপর আর ঐশিকার সাথে কোন তথ্য আদান প্রদান হয় নি তবে মনে মনে ওর জন্য এক প্রকার ভাল লাগা তৈরি হয়ে ছিল।
.
একদিন রাতে ঘুমাচ্ছি হঠাৎ অনেকটা চেঁচামেচির কারনে ঘুমটা ভেঙ্গে যায়। ঘুম ভাঙ্গতে দেখি আমাদের বসার ঘরে লাইট জ্বলছে। মা বাবার কিছু হলো কি না ভেবে দৌঁড়ে গেলাম কিন্তু গিয়ে দেখি বাবা আমাকেই ডাকতে আসছিল। পরে বুঝতে পারলাম পাশের বাসা থেকে আওয়াজ আসছে। তার মানে ঐশিদের বাড়ি থেকে। আমি আর বাবা আর দেরি না করে তারাতারি গেলাম।

এরপর দেখি ঐশির বাবা মাথায় অনেকটা আঘাত পেয়েছে আর অনেক রক্তও পরছে। আমি, বাবা আর ঐশিদের নিচ তলার কয়েকজন লোক মিলে ঐশির বাবাকে সদর হাসপাতালে নিয়ে যাই আর ঐশিও সাথে আসে। এরপর সাথে সাথে চিকিৎসা শুরু হয়ে যায়।
 কিন্তু AB পজেটিভ রক্তের প্রয়োজন পরে। যদিও ঐশিরও এই রক্তের গ্রুপ কিন্তু ডাক্তার কিছু কারনে রক্ত নিতে চাইলো না। এরপর রক্ত না খুঁজে আমিই রক্ত দিতে রাজি হলাম। কারন আমারও একই রক্তের গ্রুপ। যখন আমার হাত থেকে রক্ত নিচ্ছিল তখন ঐশির চোখ গুলো অন্য রকম একটা কথা বলছিল। যেন ও আমার কাছে কোন কারনে ক্ষমা চাচ্ছে।

এরপর সারা রাত আমাদের সবার হাসপাতালেই কাটে। সকাল সারে আট টা বাজে ঐশির বাবার জ্ঞান ফিরে। তারপর ডাক্তারের সাথে কথা বলে ওনাকে বাসায় নিয়ে আসি। যখন একটা গাড়ীতে করে সবাই আসছিলাম তখন আমার পাশেই ঐশি বসে ছিল।
 ও হঠাৎ আমার হাতটা ধরলো।
আমি ওর দিকে তাকাতেই বলল "সরি"।
আমি কিসের জন্য জানতে চাওয়ায় বলল "এমনি"। তাই আমি আর কোন প্রশ্ন করি না।
.
এরপর প্রায় এক সপ্তাহ কেটে যায়। আর এখন ঐশিও আমার সাথে ঝগড়া করে না। আর ঐশির ঝগড়াটা আমি খুব মিস করি থাকি।
তাই বাধ্য হয়ে আমি ঐশিদের বাসায় যাই। ঐশির বাবা কেমন আছে জেনেও আসবো আর ঐশির সাথে একটু ঝগড়াও করে আসবো।
ঐশিদের বাসায় কলিংবেল বাজাতেই ঐশির আম্মু এসে দরজা খুলে দিলো। আমাকে দেখে ওনিতো খুব খুশি মুখে ভিতরে আসতে বললেন।

আসলে এই প্রথম আমি ঐশিদের বাসায় আসলাম। এরপর আমি আঙ্কেলের সাথে দেখা করতে রুমে গেলাম।আমাকে দেখে আঙ্কেলও অনেক খুশি হয়েছে। এরপর উনার সাথে কথা বলতে লাগলাম...
-- আচ্ছা আঙ্কেল হঠাৎ করে এমন অবস্থা হয়েছিল কেন?
-- আসলে বাবা প্রেসারে হয়ত চাপ দিছিল আর আমি ওয়াশরুমে যেতেই পিছলে পরে যাই আর ড্রেসিংয়ে আমার মাথাটা পরে। এরপর আর কিছু মনে নেই।
-- ও এখন কেমন আছেন?

-- অনেক ভাল আর শুনেছি তুমি আমায় রক্ত দিয়েছো।
-- এটা আমার কর্তব্য ছিল।
-- তবুও তুমি যা করলে এটা অনেক।
-- আচ্ছা আঙ্কেল ঐশি কোথায়?
-- ও তো ওর রুমেই আছে। যাও দেখা করে আসো।
-- ওকে তাহলে আসি আঙ্কেল।

এরপর আমি আঙ্কেলের থেকে বিদায় নিয়ে পাশের রুমে গেলাম। এটাই ঐশির রুম হবে। কারন রুমে ওর একটা ইয়া বড় ছবি লাগানো আর ঘরটাও ঘুছানো। কিন্তু রুমে ডুকে দেখি ঐশি নেই। মনে হয় ওয়াশরুমে গেছে। তাই আমি ওর রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ চোখ পরলো টেবিলের উপর রাখা ডায়রীটাতে।

 যদিও কারো ডায়রী পড়া উচিত নয় তবুও ডায়রী পড়ার লোভ সামলানো সহজ নয়। আমি ডায়রীটা খুলেই কত গুলো রঙ্গিন কাগজ পেলাম। আর প্রতিটাই কবিতা, আর সব চেয়ে বড় কথা হলো এই গুলো আমার লেখা কবিতা গুলো।
 খুব যত্ন করে সাজিয়ে রেখেছে। এরপর ডায়রীটা পরতে লাগলাম। আমার সাথে ঐশির প্রথম দেখা হওয়া থেকেশুরু করে প্রতিটা ঝগড়া করা ও তারিখ দিয়ে লেখে রেখেছি।
সবটা না পরলেও শেষের কয়েকটা পৃষ্টা পরে বুঝলাম ওই হলো ঐশিকা।আর শেষে আমাকে উদ্দেশ্য করে লেখা " রাজ তুমি হয়ত কখনো বুঝবে না আমিই সেই ঐশিকা। যদিও নোটিশ বোর্ডে কাগজ গুলো খুলে ফেলা হয়ে ছিল তবু আমি এই গুলো আমি খুঁজে বার করি।
 কখনো তোমায় মনের কথা গুলো না বলতে পারলেও এই কাগজ গুলো আমার কাছে তোলা থাকবে। "
আমি ডায়রীটা পরে চমকেই গেলাম। এমন একটা অনুভূতি আমার জন্য অপেক্ষা করছিল ভাবতেও পারি নি।
আমি ডায়রীটা আগের জায়গায় রেখে ওর জন্য অপেক্ষা করতে থাকি। একটু পর ঐশি ওয়াশরুম থেকে বের হয়। কিন্তু আমাকে ওর রুমে দেখে ও তো পুরো অবাক। ও কিছুই বলছে না। তখন আমিই বললাম...

-- এতো অবাক হওয়ার কিছু হয় নি। অনেক দিন ধরে তোমার সাথে ঝগরা হয় না তাই ঝগরা করতে এসেছি।
-- মানে?
-- না কিছু না। আমি চলে যাচ্ছি, এমনি তোমার সাথে একটু দেখা করে গেলাম। আঙ্কেল কেমন আছে এটাই দেখতে এসে ছিলাম।
ঐশি আর আমায় কিছুই বলে নি। আমি চুপচাপ চলে আসলাম। যাক অসময়ে ওদের বাসায় যাওয়াতে আমার অনেক লাভ হয়েছে। আমি আমার ছন্দময়ী ঐশিকাকে ফিরে পেয়েছি আর কেউ একজনকে আমায় এত্তো ভালবাসে সেটাও বুঝতে পারলাম।
.
একদিন বিকালে ছাদে এসে আমি আমার গাছ গুলোকে পানি দিচ্ছিলাম আর ঐশির অপেক্ষা করতে ছিলাম। যখন থেকে জানতে পেরেছি ঐশি আমায় ভালবাসে তখন থেকে বার বার ওরে দেখতে ইচ্ছা করে। অবশ্য আমার তাকানোর কারনে কয়েকবার ধরা খেতে খেতে বেঁচে গিয়ে ছিলাম।
হঠাৎ খেয়াল করে ঐশিও ছাদে এসেছে আর ও আকাশে ঘুড়ি দেখছে। ইচ্ছা করছে আগের মত ঐশি আমার সাথে আগে কথা বলুক কিন্তু মেডামের তো আজকাল খুব ভাব বেড়ে গেছিে। তাই বাধ্য হয়ে আমিই ডাক দিলাম...

-- এই যে ঝগরাটে মহিলা পয়েলা বৈশাখের শুভেচ্ছা।
-- ওই ফাজিল আমি মহিলা হলাম কবে? আর বৈশাখ তো কাল থেকে তাই এখন অযথা শুভেচ্ছা জানিয়ে লাভ কি?
-- কথায় আছে মেয়েদের কুড়ি মানেই বুড়ি। তাই সেই দিক থেকে খেয়াল করলে তুমি মহিলা আর বৈশাখের শুরুটা আমি একটু আগেই করলাম।
-- বুঝলাম তোমার ঝগরা করার মুড আছে।
-- তোমার জন্য এই মুড সব সময়ই আছে।

-- ওই একদম এমন ঘুরিয়ে কথা বলবে না।
-- কেন?
-- বুঝবে না। পচা ছেলে একটা।
-- আমি পচা তাই তো এত্তো মেয়ে আমার পিছনে ঘুরে আর যদি একটু ভাল হতাম তাহলে জানি কত মেয়ে আমার পিছনে ঘুরতো।
-- হুমম তুমি তো রোমিও।
-- হুমম জানো কাল আমি কত কত মেয়ের সাথে মেলায় ঘুরবো?
-- কত্তো কত্তো মেয়ে গো?

--আছে আছে অনেকেই আছে।
-- হুমম ক্যারেক্টার লেস ছেলে একটা। আর আমায় এইসব বলছো কেনো?
মুখেটা বাকিয়ে চলে যাচ্ছে। ইশশ কত্তো যে কিউটি লাগছে। তখন আমিই আবার ডাক দিলাম...
-- এই যে ঝগরাটে মানুষ।
-- আবার কি হলো?

-- কাল পারলে একটু শাড়ী পরে চোখে কাজল দিয়ো তো।
-- বয়েই গেছে যাও তুমি ওই কত্তো কত্তো মেয়ের নিয়ে ঘুরো।
আমার কথা না শুনেই দৌঁড়ে চলে গেল। এই মেয়েকে আমি মাঝে মাঝে বুঝতেই পারি না। একবার মনে হয় ও আমায় ভালবাসে। আরেকবার মনে হয় আমি ওর জানের দুশমন।
.
সকালে ঘুম থেকে উঠেই চারি দিকে গানের আওয়াজ শুনতে পেলাম। আমি আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। বেলকনিতে এসে দেখি ছোট ছোট ছেলে মেয়েটা বৈশাখের নতুন জামা কাপড় পরে ঘুরতেও শুরু করে দিয়েছে।
আর বট তলায় হয়ত এতক্ষনে অনেক লোকের সমাগম হয়েছে।
এই দিকে ঐশির কোন প্রকার খবর নেই।

 ও কি সত্যি সত্যিই সাজবে না নাকি সাজবে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নতুন পাঞ্জাবী পরে মা বাবার সাথে দেখা করে ঐশিদের বাসার দিকে গেলাম। ওদের বাসায় আসতেই আঙ্কেল আর আন্টি আমায় দেখে খুব খুশি হলো। আমি শুধু ঐশিকে খুজঁতে লাগলাম।

তারপর আন্টিকে বললাম, ঐশি কোথায়? ওনি বলল, রুমেই তো আছে। আমি ঐশির রুমের দিকে যেতে দেখি ঐশি আয়নার সামনে দাড়িয়ে চুল ঠিক করছে। আমাকে দেখে অবাক না হয়ে ভেংচি কাটলো। আমি নিজেই ওরে দেখে পুরো অবাক। বাসন্তি রংয়ের শাড়ী,হালকা গয়না, চোখে কাজলে পুরো মায়বী লাগছে। তখন ঐশির ডাকে আমার ভ্রম কাটলো...
-- এই যে মিস্টার এমন করে কি দেখছো হে?
-- না কিছু না। তুমি না বললে সাজবে না।

-- হুমম কেন সেজেছি বলে কি কোন দোষ করেছি?
-- আরে না। আমি তো এখন আমার এত্তো এত্তো জি এফের সাথে ঘুরতে যাবো।
-- ( ও কিছু বলল না)

আমি ওর কথার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু ও চুপ করে একটু পরে বলল " ওকে যাও। "
আমি আর কিছু না বলে চুপচাপ ওর বাসা থেকে বেড়িয়ে আসলাম।
এরপর সারা দিন বন্ধুদের সাথে আড্ডা আর মাস্তিতে কাটিয়ে দেই।

 বিকালের দিকে মেলায় বন্ধুদের সাথে অাড্ডা দিচ্ছিলাম। হঠাৎ একটা ফুসকার দোকানের দিকে আমার চোখে গেল। ওই খানে একটা কাপলকে দেখলাম একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে। বাহ্ বেশ লাগলো। আর ওদের দেখে ঐশির চেহারাটা আমার মনে পরলো। আমি দৌড়ে বাসায় চলে আসলাম।

বাসায় এসেই আমি আগে ঐশিদের বাসায় গেলাম। ওদের বাসায় গিয়ে শুনি ঐশি নাকি সকাল থেকে শুধু শুধু কান্না করছে আর কাউকে কিছু বলছেও না। তারপর আমি ঐশির রুমে গিয়ে দেখি সকালে যেই শাড়ীটা পরে ছিল ওই শাড়ীটা পরেই আছে তবে শাড়ীটাও এলোমেলো হয়ে গেছে। আর চোখের কাজল গুলো চোখের জলে ভেসেঁ গেছে। আমি চুপচাপ ওর পাশে গিয়ে বসলাম আর বললাম...
-- কান্না কি শেষ হয়েছে নাকি আরেকটু কান্না করবে?
-- আমার কান্নায় কার কি যায় আসে?
-- তাও তো কথা।

-- হুমম তোমার এত্তো এত্তো গার্লফ্রেন্ডের সাথে ঘুরা শেষ হয়েছে।
-- না আরো একজন বাকি আছে।
-- তাহলে তারাতারি যাও। ও হয়ত অপেক্ষা করে।
বলেই আমায় ধাক্কা দিলো যাওয়ার জন্য আর কান্না চলছেই।
-- যাবো তো কিন্তু প্রিয় মানুষটা যদি এইভাবে কাদেঁ তাহলে তাকে কি নিয়ে যাওয়া যায়?
-- ( চুপ করে আছে)

ঐশি মাথায় বেলীফুল আর গোলাপ দিয়ে সকালে খোপা করে ছিল। আমি ওই খোপা থেকে গোলাপটা খুলে নিলাম আর ওর সামনে হাটু ঘেড়ে বসলাম।
-- হয়ত শুকনো গোলাপের পাপড়ী কালো হয়ে যাবে তবু ভালবাসা সতেজ থাকবে। বাসবে কি ভাল একবার? (এই ছন্দটা আমি ওই নোটিশ বোর্ডে লাগিয়ে ছিলাম)
ঐশি আমার দিকে তাকিয়ে রয়েছে আর ওর বুঝতে বাকি রইলো না আমি সব জানি। ও আমার হাত থেকে গোলাপটা নিয়ে নিলো। তখন আমি বললাম..

-- কান্নাটা এবার কমিয়ে একটু ভাল করে সেজেঁ নাও না। নয়ত মেলায় অন্য মেয়ের উপর ক্রাশ খেতে পারি।
-- খুনও করে ফেলতে পারি অন্য কাউকে পছন্দ করলে।
তারপর ঐশি ওয়াশরুমে চলে গেল আর আমি ওর অপেক্ষা করতে লাগলাম।
মেয়েটা ঝগরাটে আর পাগলী হতে পারে তবে ওর মত করে কেউ হয়ত আমায় ভালবাসতে পারবে


ভার্সিটি লাইফের প্রেম

The love of varsity life


I fell in the rain on the way to varsity. Somehow I ran and stood under a tree. Yet the last may not be saved, as the rain increased I also started to get wet. Suddenly I noticed that it was not raining on me. I looked and saw my neighbor holding an umbrella over my head. Of course, this is not what I expected. He just fights when he sees me but now he is holding an umbrella over my head. I am looking at Aishwarya. That's when Oishee said ...
- What are you looking at?

- I don't think the man has ever been so good.
- This is Raj that I am always good, you can't recognize a good person just with bad eyes.
- Does that make my eyes look bad?
- Misunderstand this good-hearted girl by saying bad eyes.
- My good-natured daughter is coming. Your girls' minds are like the wheels of a bicycle, just turning.
- But that king is getting worse?
- It's getting better.

- Hmmm, why are you standing under a girl's umbrella when you are so allergic to girls?
When I came out from under the umbrella without answering Oishee's words, it seemed as if the rain had increased. Oh rain, today it seems that you are also in this divine group. I went and stood under the umbrella again. And Oishee is smiling softly. That's why I said ...
- There was nothing so funny. It is scary to leave a girl alone in the rain. Besides, you are my neighbor. It is my duty to stand by you at this difficult time, no matter how quarrelsome you may be.
- I understand that.

He said that and started laughing out loud. And I stood silently. After a while the light rain subsided and I ran one. And Oishee is smiling.
.
As soon as I came to varsity I saw that I had already missed a class. So I ran and went to class to catch the next class. But when I went to class, I was surprised. There is no sir in the class but everyone is busy writing. How did the students in our class get so good? Or I moved to another classroom by mistake. So I looked at the name of the class again. I entered the room and sat next to the rear. Rhea is my lady friend. Jan's life and Paran's bitterness. Anyway, sitting next to him, he wanted to hide his notebook from me. I am completely surprised. What is Rhea trying to hide from me.

- Hey Bubba Riya, are you writing a letter for your boyfriend? I think I see the problem.
- No, but I have to write a poem about Boishakh in the varsity this afternoon.
- I don't understand.

- Hey, the teachers of Bangla department have organized a competition. The rule is to write a poem about Boishakh in the middle of this afternoon and put it on the notice board. The best 5 poems will be published in varsity articles.
- Keep writing.

Without disturbing anyone else's writing, I took out the book myself and started writing something. But the problem is I can't write good poetry. Still, I tried my best.
After finishing writing the poem, I went to the notice board with Riya. Ore babba so many poems have been submitted.

I started reading all the poems a little bit. Suddenly a poem sounded like "Basanti color sari, belly flower on the head and if there is a smile on the face, I will say I love it." I found the author's name below the poem. After a lot of poetry I found some similarities like my wish daughter. So I pinned the poem I wrote under that girl's poem.

 My poem was "Maybe the petals of the dried rose will turn black but the love will remain fresh. Will it live well once?" Then I went home.
.
I was sitting on the roof at night playing the guitar. Suddenly a voice came from the side roof.
- Maybe no one knows if you have to thank someone for doing them a favor.
I looked at the roof next to it and saw that Oishee was not looking at me.
- Thanks to him. (I said a little annoyed)

- I don't need that kind of thanks. Huh rotten boy.
Listening to him, I got up from my seat ..
- Didn't you study that night? What's on the roof so late at night?
- Bubba, how much do you care about me? Anyway, the sound of your guitar ruined the reading mood.

- I have no worries for that person. And if your reading is ruined because of my guitar, that's fine.
- Why are you arguing with me so much? You can talk even with a little love.
- How do I talk?

- No, nothing. Don't listen to this Raj, today a boy has written a poem for me.
- You mean?
- Hey, there is no poetry competition in varsity. I wrote a poem and put it on the notice board. Then a boy wrote a poem under my poem. It seems that the poem was written for me.
- That's right, tell me the boy's poem.
- It can't be said it's a secret.
- You don't even have to tell him. The boy who will not join your forehead will become a bright leaf in two days.

- What did you say? Look at the fat elephant wife in your forehead.
- Huh.
I also left the roof with anger and Aishwarya also left. This girl is just fighting in front of me.
.
I left the varsity early in the morning and went to the notice board first. Then I searched a lot and found the poem written by Ishika. Below this is my poem. I saw another poem under my poem and its author is also Ishika. That means Ishika has answered my poem.
 I also started reading his poem. He has written a lot. After finishing his poem, I wrote a verse myself and put it under his poem.
In this way, every day, a series of poems or rhymes is tied between me and Ishika. And there is a constant quarrel with Oishee of the house next to mine.

I tried to find varsity but couldn't find Ishika. Only his name was given to the management department. Suddenly one day I came to the varsity and went to see if there was any new rhythm on the notice board and I saw that all the papers of the notice board have been removed. Because of this mindThe tie goes bad. After that no more information was exchanged with Ishika but in my mind a kind of good feeling was created for her.
.
One night I was sleeping and suddenly my sleep was disturbed due to a lot of shouting. When I woke up, I saw lights in our living room. I ran to see if anything happened to my mother and father but I went and saw my father coming to call me. Later I realized the sound was coming from the house next door. That means from Aishwarya's house.

 My father and I hurried away without delay.
Then I saw that Oishee's father had received a lot of head injuries and was bleeding a lot. I, my father and Aishwarya's downstairs people took Aishwarya's father to Sadar Hospital and Aishwarya came with me. Then the treatment started immediately.

But after the need for AB positive blood. Although Aishwarya also has this blood group but the doctor did not want to take blood for some reason. Then I agreed to donate blood without finding blood. Because I have the same blood group. Aishwarya's eyes were talking differently while taking blood from my hand. As if he is apologizing to me for some reason.

Then we all spent the night in the hospital. At eight o'clock in the morning, Aishwarya's father regained consciousness. Then I talked to the doctor and brought him home. Oishee was sitting next to me when everyone was coming in a car. He suddenly grabbed my hand. I looked at him and said "sorry". When I asked him why, he said, "Yes." So I don't ask any more questions.
.
Then about a week passed. And now Aishwarya does not quarrel with me. And I miss Aishwarya's quarrel very much. So I was forced to go to Aishwarya's house. I will come to know how Oishee's father is and I will come and have a little quarrel with Oishee.

Aishwarya's mother came and opened the door as soon as the doorbell rang. Onito was very happy to see me and asked me to come inside. In fact, this is the first time I have come to Aishwarya's house. Then I went to the room to meet my uncle. Uncle was very happy to see me. Then I started talking to him ...
- Well, Uncle, why did it happen all of a sudden?
- In fact, my father may have put pressure on me and I slipped on the washroom and put my head in the dressing. I don't remember anything after that.
- How is he now?
- Very good and I heard you gave me blood.
- It was my duty.
- Still, it's a lot of what you do.
- Well, where is Uncle Oishee?
- He's in his room. Let's meet.
- Okay then come uncle.

Then I said goodbye to my uncle and went to the next room. This will be Oishee's room. Because putting a big picture of him in the room and cleaning the room. But when I see Duke in the room, there is no Oishee. I think he went to the washroom. So I looked around his room. Suddenly I saw the diary on the table. Although one should not read diaries, it is not easy to control the urge to read diaries. I opened the diary and found some colored paper.

And every poem, and the biggest thing is that these are the poems I wrote. Very carefully arranged. Then I started wearing the diary. I have written down every quarrel and date since I first met Oishee. Even though I didn't wear everything, I realized after the last few pages that it was Ishika. Even if I can't say the words, these papers will be picked up for me. "

I was shocked after the diary. I could not imagine such a feeling waiting for me.
I put the diary in the previous place and waited for him. After a while Oishee came out of the washroom. But he was surprised to see me in his room. He is not saying anything. Then I said ...
- Nothing so surprising. I haven't quarreled with you for a long time, so I have come to quarrel.
- You mean?

- No, nothing. I'm leaving, so I just met you. I came to see how Uncle is.
Oishee didn't tell me anything anymore. I left quietly. Let me go to their house at an inopportune time. I got my rhythmic Ishika back and realized that someone loves me so much.
.
One afternoon I was on the roof watering my trees and waiting for Aishwarya. Ever since I found out that Oishee loves me, I have wanted to see her again and again. Of course I survived because I was caught eating a few times.
Suddenly Aishwarya came to the

 roof and noticed a kite in the sky. I want Oishee to talk to me like before but Madam's feelings have increased a lot nowadays. So I was forced to call ...
- This is the greeting of the quarrelsome woman Poyla Boishakh.
- That idiot, when did I become a woman? And Boishakh is from tomorrow, so what is the benefit of giving unnecessary greetings now?
- There is a saying that twenty girls means old woman. So from that point of view, you are a woman and I did the beginning of Boishakh a little earlier.
- I understand you're in the mood to fight.
- You always have this mood.
- Don't talk like that.
- Why?

- Don't understand. A rotten boy.
- I'm rotten so there are so many girls behind me and if I was a little better then I know how many girls would turn behind me.
- Hmm, you're Romeo.
- Hmmm, you know how many girls I'll go to the fair with tomorrow?
- What kind of girl?
- There are many.

- Hmm, a characterless boy. And why are you telling me this?
The rest of the face is gone. Ishish Katto that QT looks. Then I called again ...
- These are quarrelsome people.
- What happened again?
- If you can, put a little sari on your eyes tomorrow.
- It's over. Go around with that girl.

He ran away without listening to me. I can't understand this girl sometimes. Think once Either he loves me. Once again I think I am the enemy of his soul.
.
When I woke up in the morning, I heard the sound of music all around. I woke up a little late today. When I came to the balcony, I saw that the little boy and girl had started walking around wearing new Boishakh clothes. And maybe a lot of people have gathered on the bot floor so far.
There is no news of Oishee in this regard. Will he really dress up or not? Anyway, I freshened up and went to Aishwarya's house to meet my parents after the new Punjabi.

 Uncle and Aunty were very happy to see me as soon as they came to their house. I just started looking for Oishee. Then I said to Aunty, where is Oishee? He said, there is in the room. I walk towards Oishee's room and see Oishee standing in front of the mirror straightening her hair. He was not surprised to see me. I was surprised to see him. Basanti colored sari, light jewelry, eyes are full of magic. Then Aishwarya's call cut off my delusion ...
- What are you looking at, Mr.?

- No, nothing. If you don't say so, don't dress up.
- Hmmm, why did I do anything wrong?
- Oh no. I'm going to hang out with so many GFs now.
- (He didn't say anything)

I was waiting for him. But he said quietly a little later, "Okay go."
I left his house without saying anything.
Then I spend the whole day chatting and having fun with friends. I was chatting with friends at the fair in the afternoon. Suddenly my eyes went to a fuss shop. There I saw a couple feeding each other. Wow. And seeing them, I remembered Oishee's face. I ran home.

As soon as I got home, I went to Ishid's house first. I went to their house and heard Oishee crying or not saying anything to anyone since morning. Then I went to Aishwarya's room and saw that the sari that I was wearing in the morning is still there but the sari has also become random. And the eye drops have been washed away. I quietly sat down next to him and said ...
- Is the crying over or will you cry a little more?
- Who cares about my tears?
- That's it.

- Hmmm, you ended up hanging out with so many girlfriends.
- No, there's one more left.
- Then go quickly. He may be waiting.
He pushed me to go and kept crying.
- I'll go, but if the dear man cries like this, can he be taken away?
- (is silent)

The divine head was adorned with flowers and roses in the morning. I took off the rose from that hut and knelt in front of it.
- Maybe the petals of the dried rose will turn black, but love will remain fresh. Is it good to live once? (I put this rhyme on that notice board)
Oishee is looking at me and she doesn't understand I know everything. He took the rose from my hand. Then I said ..

- Don't reduce the tears a little better. Otherwise I could eat a crush on another girl at the fair.
- I can kill if I like someone else.
Then Oishee went to the washroom and I waited for her. The girl may be quarrelsome and crazy, but someone like her might be able to love me

No comments: