Best Story

Apurbo Mohonto, Sajol Kumar


Wednesday, May 13, 2020

কালো মেয়ে যখন বউ - Black girl when wife


কালো মেয়ে যখন বউ


পর্ব:১
...................................................
--বাবা একটা কালো মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না।(আমি)
--কেনো?কালো মেয়েরা কি মানুষ না?(বাবা)
--মানুষ। কিন্তু এই জেনারেশনে একটা কালো মেয়ে কে নিয়ে কিভাবে সারাটা জীবন কাটাবো?
--কেনো ৩বছর তো তুই একটা সুন্দর মেয়েকে ভালোবাসলি কিন্তু তারপর কি হলো? জীবন টাই তো শেষ করে ফেললো তোর।চরিত্র না।মন সুন্দর হওয়া চাই।(মা)
--তবুও। (আমি)

--তবুও কিছু না।মেয়ে অনেক ভালো। সারা জীবন তোকে সুখী রাখবে।(মা)
--ঠিক আছে,তোমাদের যা ইচ্ছা করো।(বলেই রুমে চলে আসলাম)
"পরিচয় ই তো দেওয়া হলো না"
<হাই,আমি ইমন।পরিচয় দেবার মতো কিছুই নেই। আর বাকি কথা তো শুনেই নিলেন।আর যার সাথে বিয়ে ঠিক হচ্ছে শুনলাম মেয়েটা নাকি কালো।ওর নাম টাও জানি না আমি।>
(বিয়েটা হয়েই গেলো অত:পর। বিয়ের প্রথম রাত আজ।যাকে কিনা বাসর রাত বলে।কিন্তু আমি কিনা দাঁড়িয়ে আছি ছাদে।আর বাসর করছি নিকোটিনের সাথে।)
<কিছুক্ষন পর>

--কি রে তুই এখনো ছাদে কি করছিস?(বাবা)
--কিছু না।(আমি)
--রাত ১টা বাজে।আর তুই ছাদে। মেয়েটা নতুন আসছে আমাদের বাসায়।একা রুমে আছে।ভয় পাচ্ছে কিনা কে জানে।মানে তুই কি মানুষ?(বাবা)
---.............(মাথা নিচু করে রইলাম)
--যা রুমে যা।

--হুম।(বলেই রুমে চলে আসলাম)
<আর এদিকে রুমে ঢোকার সাথে সাথে মেয়েটা সালাম করা শুরু করলো>
--আরে হইছে। আর সালাম করা লাগবে না।দোয়া করি স্বামী সন্তান নিয়ে সুখে থাকো।(আমি)
(শুধু একটু হাসির শব্দ পেলাম।তারপর আবার আগের মতো গিয়ে বিছানার উপর চার ফুট ঘোমটা দিয়ে বসে রইলো।আমিও বিছানার উপর গিয়ে বসলাম)

--রাত অনেক হইছে।এখন ঘুমিয়ে পড়ুন।(বলেই অন্য দিকে ঘুরে শুয়ে পরলাম।)
(কিছুক্ষন পর কারো কান্নার শব্দ শুনতে পেলাম।হুম,কালো সেই মেয়েটাই কাদছে।হয়তো আমার কথাটায় খুব কষ্ট পেয়েছে।আমিও বা কি করতে পারতাম। সব অনুভূতি গুলো নষ্ট হয়ে গেছে।আমাকে দ্বারা আর এসব ভালোবাসা সম্ভব না।)
<পরেরদিন ভোরে>

--এই যে উঠুন।নামাজ পরবেন না?(কি মিষ্টি কন্ঠ-স্বরে কে জেনো ডাকলো)
--কে?(আমি)
--আমি।
--আমি কে?
--মিম।
--মিম কে?(আমি)
--চোখ খুলে দেখুনতো।(মিম)
--ও আপনি।(আমি)

--হুম।আমি।উঠুন নামাজ পড়ে তার পর না হয় আবার ঘুমাবেন।
(তারপর আর কি নামাজ পড়ে নিলাম।অনেকদিন পর আবার নামাজ দিয়ে সুন্দর ভাবে সকাল টা শুরু হলো।আর যে মিষ্টি কন্ঠ-স্বর এই কন্ঠে ডাকলে ঘুম থেকে না উঠে আর পারা যায় না।)
<সকাল ৯টা>

--অনেক ঘুমিয়েছেন।এখন উঠুন।(কন্ঠ শুনে বুঝতে পারলাম মিম)
--আরেকটু পর।
--এতো সকাল করে ঘুম থেকে উঠলে লোকে কি বলবে?
--লোকে কিছু বলবে না।কারন সবাই জানে আমি ১১টা না বাজলে ঘুম থেকে উঠি না।
--অন্যসব দিনে কেউ কিছু মনে না করলেও। আজ করবে।উঠুন তো।

--দেখেন বেশি অধিকার খাটাতে আসবেন না।(ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য,ঘুমের মধ্যে বলে দিলাম।না,ব্যবহার টা জানোয়ারের মতো করতেছি ওর সাথে।না,এরকম করাটা ঠিক হচ্ছে না।অতঃপর ঘুম থেকে উঠেই পরলাম।উঠেই চোখ পরলো মিমের উপর।ভিজে চুল শুকানোর সময় যে কোনো মেয়েকে এতোটা সুন্দর লাগে তা আগে জানতাম না।

ওর ভেজা চুল গুলোর উপর পূর্ব আকাশের সূর্য-এর আলো পড়ে আলো গুলো নিজেকে ধন্য মনে করছে হয়তো।ফ্যানের বাতাসে উড়ন্ত চুল গুলো যদি রবি ঠাকুর আংকেল দেখতো,তাহলে ঠিক কয়েকটা কবিতা লিখে ফেলতো।কিন্তু এতো কিছুর পরও মনটা খারাপ হয়ে গেলো।কারন এরকম একটা পরিস্থিতি তে যদি চোখের কোনে জল থাকে „সেটা হয়তো কারো কাছেই ভালো লাগবে না।আমার ব্যবহারের জন্যই তো ওর চোখে আজ জল।)
--এভাবে এতোক্ষন ধরে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? (মিমের কথায় ঘোড় কাটল)
--আপনাকে।(আমি)

--আমার মতো কালো একটা মেয়েকে দেখার আবার কি পেলেন?(মিম)
--সেটার আপনি কি বুঝবেন?কখনো কি আমার মতো করে নিজেকে দেখেছেন?
--আচ্ছা,আমি কি আপনাকে এখন ফ্রেশ হতে বলতে পারি?
--সরি।আসলে ওইসময় ওরকম ব্যবহার টা আমি ইচ্ছা করে করিনি।ঘুমের ঘোড়ে কি না কি বলছি।সরি।

--সরি বলার কি আছে। এখন আর এরকম ব্যবহারে মন খারাপ হয় না।আর আমাদের মতো মেয়েদের এরকম ব্যবহারই প্রাপ্য।(মাথা নিচু করে কথা গুলো বললো মিম)
--সরি।বললাম তো আপনাকে আমি ইচ্ছা করে বলিনি।(মিমের হাত ধরে কথা গুলো বললাম)
--আচ্ছা ঠিক আছে।

--আবারও সরি।(হাত টা সরিয়ে নিলাম)
--কেনো?আবার কেনো?
--এই যে পারমিশন না নিয়ে আপনার হাত ধরলাম।তাই।
--এতে সরি বলার কিছু নেই।আর কিছু থাকলে তা গতকাল রাতেই সেই সম্পর্ক টা হয়েছে।আর আপনি আমার স্বামী। আপনি আমার হাত ধরতেই পারেন।
--হুম।

--যান,ফ্রেশ হয়ে আসুন।
--হুম।
(তারপর ফ্রেশ হয়েই খাবার টেবিলে চলে আশলাম।)
--কি রে তুই একা কেনো?মিম কই?(বাবা)
--জানি না।

--এটা কোনো কথা?নতুন বউ তুই খেতে ডাকবি না?যা ওকে নিয়ে আয়।(বাবা)
--আর যেতে হবে না।ওই তো আসতেছে।
--আবার কথাও বলিস।অন্য সব মেয়ে হলে বুঝতি ঠ্যালা।বেশি না তোর মায়ের মতো হলেই বুঝতি ঠ্যালা।

--কি?(চোখ বড় বড় করে মা বললো)
-তুমি কিছু মনে করো না মা।আসলে ছ্যাকা খাইয়া ব্যাকা হইয়া গেছে তো।তাই এখন আর কারো সাথে কিছু না পেরে তোমার সাথে রাগ দেখায়।(মিম কে বললো কথাটা মা)
--হুম।(মিম)
--মা মেজাজ টা খারাপ করবা না বলছি।(আমি)
--মা,তুমি একটু কষ্ট করে সব কিছু ম্যানেজ করে নিও।(মা)
--ধ্যাত(বলেই খাবার রেখে চলে আসলাম।)
--ওই কই যাস?(মা)

(ধ্যাত,সকালের নাস্তা টাও শান্তিতে করতে পারলাম না।)
<কিছুক্ষণ পর মিম হাতে করে খাবার নিয়ে রুমে চলে আসলো>
--খেয়ে নিন।(মিম)
--আপনাকে বলছি আমার জন্য খাবার নিয়ে আসতে।(আমি)
--না।আপনি তো কিছুও খেলেন না।তাই।
--তাই,চান্স পেয়ে আসলেন পিরিত করতে।আপনার জন্যই তো সমস্যা গুলো হচ্ছে।আমাকে কথা শুনতে হচ্ছে।আপনি লেট করে খাবার টেবিলে না গেলে।এতো কথা হতো না।আর এতো সমস্যাও হতো না

--আচ্ছা সরি।খেয়ে নিন।(বলেই খাবার মুখে তুলে দিতে চাইলো।কিন্তু রাগের মাথায় খাবারের প্লেট ছুড়ে ফেলে দিলাম।বাবা-মা হাজির হলো রুমে।খাবারের প্লেট মেঝেতে পরার শব্দ পেয়ে)
--তুই খাবার কেনো ছুড়ে ফেললি?খাবার টা কি তোর টাকার?আর খাবার টা কেনো নষ্ট করলি?আর ওর সাথে খারাপ ব্যবহার কেনো করছিস?(বাবা)
--ওর সাথে শুধু খারাপ ব্যবহার না।ও যদি এরপর আমার আশেপাশেও আসে। তাহলে ওকে আমি ডিভোর্স দেবো।(আমি)

<কথাটা বলার সাথে সাথেই বাবা আমার গালে কষে একটা চড় মারলো>
(তারপর বাসা থেকে বের হয়ে আসলাম।)
<রাতে একটা unknown নাম্বার থেকে কল আসলো>
--অনেক রাত হলো এবার বাসায় আসেন।(কন্ঠ শুনে বুঝতে পারলাম মিম)
--............(কিছুই বললাম না)

--প্লিজ।আমাকে মাফ করে দিন। আর আপনাকে আমার জন্য বকা শুনতে হবে না।প্লিজ আসুন।
--................
--প্রয়োজন হলে আমি আপনাদের বাসা থেকে চলে যাবো।তবুও প্লিজ বাসায় আসুন।বিশ্বাস করুন আমি নিরবে আপনাদের বাসা থেকে চলে যাবো।আপনাকে কোনো কথা শুনতে হবে না।প্লিজ বাসায় আসুন।(কাদতে কাঁদতে কথা গুলো বললো মিম)
--সত্যি বলছি আমি আগামীকাল সকালে চলে যাবো।প্লিজ আপনি বাসায় আসুন।(কাঁদতে কাঁদতে কথা গুলো বললো)

<চলবে.......>

(কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন।আর নেক্সট খুব শিঘ্রই দিবো।ততোক্ষণ সাথেই থাকুন।ধন্যবাদ।)


Black girl when wife



Black girl when wife 
Episode: 1

.................................................. .
--Dad, it is not possible for me to marry a black girl. (I)
--Why? Aren't black girls human? (Dad)
--People. But how do I spend my whole life with a black girl in this generation?
- Why did you love a beautiful girl for 3 years but then what happened? Your life is over. You don't have character. I want to be beautiful. (Mother)
- Still. (I)

- Still nothing. The girl is very good. Will keep you happy all your life. (Mother)
- Okay, do whatever you want. (I went to the room)
"Identity not given"
<Hi, I'm Emon. There's nothing to introduce. And he listened to the rest. And I heard that the girl with whom the marriage is right or black. I don't even know her name.>
(The marriage took place after that. Today is the first night of the wedding. It is called Basar night. But I am standing on the roof. And I am living with nicotine.)
<After a while>

- What are you still doing on the roof? (Dad)
- Nothing. (I)
- It's 1 o'clock at night. And you're on the roof. The girl is new to our house. She is in a single room. Who knows if she is scared. Do you mean you are human?
---............. (I bow my head)

- Go to that room.
- Hmm. (I went to the room)
Meanwhile, as soon as she entered the room, the girl started saluting
- Hey, it's done. And you don't have to salute. I pray you be happy with your husband and children.
(I just got a little laugh. Then I went again and sat on the bed with the four feet blanket as before. I also went and sat on the bed)

- It's late at night. Now go to sleep. (I turned to the other side and lay down.)
(After a while I heard someone crying. Hmm, that black girl is crying. Maybe she was in a lot of trouble with my words. What else could I do. All the feelings are ruined. This love is no longer possible by me.)
<The next morning>

- Get up. Don't pray? (Who called Zeno in a sweet voice)
--Who? (Me)
--I.
- Who am I?
--Mm.
- Who is Mim? (Me)
- Open your eyes and see. (Mim)
- And you. (I)

- Hmm. I. Get up after praying or sleep again.
(Then I started praying. After many days, the morning started in a beautiful way with the prayers again. And if you call that sweet voice in this voice, you can't get up without waking up.)
<9am>

- You have slept a lot. Now get up. (I understood after hearing the voice, Mim)
--After a while.
--What will people say if they wake up so early in the morning?
--Don't say anything to people. Because everyone knows I don't wake up unless it's 11 o'clock.
--Even if no one remembers anything on other days. Do it today. Get up.
- You see, don't come to exercise too much power. (To disturb sleep, I said in my sleep. No, I'm using it like an animal with him. No, it's not right to do that. Then I woke up and put my eyes on Mim. I never knew that any girl would look so beautiful when drying her wet hair. The light of the sun of the eastern sky falling on her wet hair may make her feel blessed. In the air of the fan If Ravi Tagore's uncle saw the flying hair, he would have written just a few poems. But even after all this, his mind became bad. Water today.)

--What have you been looking at like this for so long? (Mim's words cut the horse)
- to you. (Me)
- What did you get to see a black girl like me again? (Mim)
--Do you understand that? Have you ever seen yourself like me?
- Well, can I tell you to be fresh now?
- Sorry. In fact, I did not use that kind of intention at that time. I'm talking about a sleeping horse or not. Sorry.

- What's there to say sorry. Now I am not upset by such use. And girls like us deserve such use. (Mim said with his head bowed)
- I'm sorry, I didn't tell you on purpose. (I said the words holding Mim's hand)
- All right.

- I'm sorry again. (I removed my hand)
--Why? Why again?
- I took your hand without permission. So.
- There is nothing to say sorry about it. If there is anything else, it was that relationship last night. And you are my husband. You can hold my hand.
- Hmm.

- Go, come fresh.
- Hmm.
(Then I came to the dining table fresh.)
- Why are you alone? Where is Mim? (Dad)
- I don't know.

- Is that a word? Won't you invite your new wife to eat? Bring her. (Dad)
- And you don't have to go. He's coming.
- I will talk again. If you are all other girls, you will understand. If you are not like your mother, you will understand.
--What? (Mother said with wide eyes)
- You don't think anything, mother. In fact, you have gone crazy after eating chhaka. So now he is angry with you for not being able to do anything with anyone else.
- Hmm. (Mim)

- Mom, I'm not saying I'm in a bad mood. (I)
--Mother, you manage everything with a little effort. (Mother)
--Remember (I left the food and left.)
- Where are you going? (Mother)
(Remember, I couldn't even have breakfast in peace.)
<After a while Mim came into the room with food in hand>
--Eat. (Mim)

- I'm asking you to bring me food. (I)
- No. You don't play anything. So.
- So, I got a chance to love. The problems are happening for you. I have to listen to you. If you don't go to the dinner table late.
- Well, sorry. Eat it. (I wanted to put the food in my mouth. But I threw the plate of food on my head in anger. My parents appeared in the room. I heard the sound of the food plate falling on the floor).
- Why did you throw away the food? Is the food your money? And why did you waste the food? And why are you abusing him? (Dad)

- Not just bad behavior with him. If he comes around me then. Then I will divorce him. (I)
<Speaking of which At once my father slapped me on the cheek
(Then I came out of the house.)
<A call came from an unknown number at night>
- Many nights he came home this time. (I understood after hearing the voice Mim)
--............ (I said nothing)

--Please forgive me. And you don't have to listen to gossip for me. Please come.
--................

- If necessary, I will leave your house. Still, please come home. Believe me, I will leave your house in silence. You don't have to listen to anything. Please come home. (Mim said the words while crying)
--Truth be told, I will leave tomorrow morning. Please come home. (He said the words while crying)
<Will continue .......>

(I hope you like it and I will comment on it. I will give it to you soon.
Stay tuned. Thank you.)

No comments: