আচ্ছা তোমার কি মনে আছে তুমি আমি বরষার জলে ইচ্ছে মতো ভেজার পর আমার অনেক জ্বর এসেছিল আর তুমি আমার মাথায় হাত রেখে ভয় পাওয়া চোখে তাকিয়েছিলে আমার দিকে।
তোমার কি মনে আছে আমারা যখন পাশাপাশি হাটছিলাম তখন অকারনেই কতো কথা বলছিলাম আমি আর তুমি হাসি মুখে শুনছিলে আমার সেই পাগলামিতে ভরা বক বকানি।
যখন তারাদের দিকে তাকিয়ে আবেগ মাখা গলায় তোমার কাছে জানতে চেয়েছিলাম যদি ওই তারাদের ভিরে হারিয়ে যাই তুমি খুঁজে পাবে আমায় ? তুমি তখন আমায় বুকে টেনে নিয়ে বলেছিলে কথা দিলাম এভাবেই আগলে রাখবো সবসময়।
ভুলে কি গেছো যেদিন তোমাকে হারাবার ভয়ে আমি কেঁদেছিলাম তুমি আমার চোখে চোখ রেখে বলেছিলে পাগলি কোথায় যাবো আমি তোমাকে রেখে।
মনে কি পরেনা যেদিন তুমি তোমার সকল প্রতিশ্রুতি পায়ে দলিয়ে আমাকে ফেলে গিয়েছিলে অবহেলিত হয়েছিল আমার সব আকুতি।
আমি তোমায় কাঁদতে কাঁদতে বলেছিলাম আমার অস্তিত্বে শুধু তুমি রবে আর কেউ না তুমি তখন একবারও পিছু ফিরে তাকাওনি।
আর এতো দিন পর জীবন মরনের সন্ধিক্ষণ এ দারিয়ে আজো আবার তোমায় সেই প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমার অস্তিত্ব জুরে তুমি ছিলে আর তুমিই রবে চিরকাল।
No comments:
Post a Comment